কম্পিউটার এর একটি অন্যতম গুরুত্তপূর্ণ আংশ হল হার্ডডিস্ক। অনেক সময় নানা কারনে হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়। হার্ডডিস্ক এর ভিতর সেল এ সমস্যা হলে অনেক সময় এইরকম হয়। তাই হার্ডডিস্ক সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ। হার্ডডিস্ক সচল রাখার একটি অন্যতম সফটওয়্যার হল Defraggler । অবশ্য উইন্ডোজ এ ডিফল্ট একটা ডিফ্রেগমেন্ট সফটওয়্যার থাকে । তবে এই Defraggler সফটওয়্যার টা উইন্ডোজ এর থেকে অনেক উন্নত। এইটার মাধ্যমে মাসে একবার ডেফ্রেগমেন্ট চেক করলে আসা করা যায় সেল সংক্রান্ত কোনো সমস্যা হবে না। সবথেকে বড় কথা হল এই সফট টা একদম ফ্রী।

প্রথম এ সফটওয়্যার টা ইন্সটল করুন। তার পরে সফট টা ওপেন করে Analyze এ ক্লিক করুন।

তারপর আপনার ড্রাইভ এর আসল আবস্তা দেখতে পাবেন। আরে আমার ড্রাইভ এর অবস্তা তো খুব ভাল!!!!

0 মন্তব্য(গুলি):
Post a Comment
Welcome!