background img

The New Stuff

নিউক্লিয়ার এ্যানর্জি: চেনা জানা কিছু অজানা কথা-1

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত শক্তি
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং

আপনার ব্লগ কে রাইট ক্লিক ডিজেবল ও কপি পেস্ট থেকে রক্ষা করুন! (লেখা চোরের দিন শেষ)

কয়েক দিন হল এই ব্লগ আমি বানালাম এবং এখানে আমি যা পারি তাই নিয়ে ব্লগিং করি। আমার ব্লগিং করতে ভাল লাগে কিন্তু সময়ের অভাবে ব্লগিং করতে পারিনা। যায় হোক আমি এখানে যা ব্লগিং করি তা এখনো খুব জনপ্রিয়তা পায়নি কিন্তু একি দাশা আমার ব্লগের সকল লেখা কপি করে ফেলেছে কোন মামু এবং তার ব্লগের নাম দিয়েছে ডাউনলোড দুনিয়া আমি সেখানে ভিজিট করে দেখি আমার ব্লগ এ যে যে পোস্ট করেছি সেগুলো সব কপি করে পেস্ট করা এমনকি তার যে ক্যটাগরি গুলো আছে সেগুলো হুবহু আমার লিখা ক্যটাগরি। তো আমার রাগ কেন হবে না বলেন! তাই আজ আমি আমার এক ফ্রেন্ড এর কাছ থেকে সাহায্য চাইলাম এবং সে আমাকে দুইটা কোড (code) দিল আর আমি সেই কোড গুলো জাইগা মতো বসিয়ে দিলাম। এখন আমার ব্লগ টা থেকে রাইট ক্লিক ডিজেবল হয়ে গেছে এবং লিখা গুলো সিলেক্ট হচ্ছে (একবার দেখে আসতে পারেন আমার ব্লগ)। এখন আমি মোটামুটি খুশি কারন আমার ব্লগ এখন মোটামুটি সুরক্ষিত!

“ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [৬ষ্ঠ-পর্ব] [শেষ পর্ব]

আজ টিউনের শেষ পর্ব । আশা করছি আগের পর্ব গুলো সবাই পড়েছেন এবং সবার ভালো লেগেছে । পুরো টিউনটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু । আর যত সমস্যা, সাহায্য, প্রশ্ন সব এই টিউনেই শেষ করে ফেলুন । কারণ এটি শেষ পর্ব :D এই সুযোগ আর পাবেন না ।
আজ আমি পুরো টিউনটির সারসংক্ষেপ লিখবো । যেন পুরো টিউনের মর্ম কথা বুঝতে পারেন । আছে শেষ কিছুয়া কথা এবং সব শেষে আমার সম্পর্কে কিছু কথা ।

Popular Posts