background img

The New Stuff

আপনার কম্পিউটার’কে সহজেই ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।।

প্রায় অনেকের এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসার একটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিন্তু অন্যান্য ডিভাইসে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। যেমন: ডেক্সটপে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছেন আপনি চাইলে আপনার মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে পিসি'তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ 'MHotSpot' ব্যাবহার করতে পারেন। এটি মাত্র ৫.৭ মেগাবাইট এবং ফ্রি টুলস্।

MashableLike “Drag To Share” ব্লগস্পট ব্লগে যুক্ত করা ।

আমি আজ যে বিষয় টা নিয়ে লিখতে বসেছি তা হয়ত অনেকেই জানেন , তবে যারা ব্লগার নতুন ব্যবহার করছেন তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয় । MashableLike “Drag To Share” ব্লগস্পট ব্লগে যুক্ত করা । তো কথা না বারিয়ে কাজে আসা যাগ । আর তার জন্য নিচের টিপস টি অনুসরন করুন ।

ব্লগস্পট ব্লগে প্রতি পোস্টে এবং পেজে ভিজিটর কাউন্টার যোগ করা ।

আজ আমি যে বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগে প্রতি পোস্টে এবং পেজে ভিজিটর কাউন্টার যোগ করা। আমরা সাধারনত দেখেছি ব্লগস্পট ব্লগে ভিজিটর কাউন্টার যোগ করা হয় যা সকল পোস্টে একই ভিজিটর কাউন্টার দেখানো হয় ।কিন্তু এই গেজেটির মাধ্যমে ব্লগস্পট ব্লগে প্রতি পোস্ট কতবার দেখা হলো তা দেখা যাবে।


“ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [৫ম-পর্ব]

কেমন আছেন সবাই? আপনারা ঠিক মত টিউন পড়তে পারছেন তো? কোন কিছু বুঝতে সমস্যা হচ্ছে না তো? আর টিউন থেকে কিছু শিখতে বা জানতে পারছেন তো? কিন্তু আমি একটা জিনিস জানতে পারছি না :( টিউন আপনাদের ভালো লাগছে কিনা... তাই দেরি না করে ঝটফট আপনার মন্তব্য লিখে দিন :)
গত পর্বে হতাশা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি । আজ নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন ও উত্তর । প্রশ্ন গুলো আপনার মতই কিছু নতুনদের থেকে নেয়া হয়েছে । এর জন্য আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আর.আর ফাউন্ডেশন ও ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং গ্রুপের সকল সদস্য কে । তারাই আমাকে এই প্রশ্ন গুলো করেছে যেন এগুলোর উত্তর দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি । অনেকে একদম কিছুই জানেন না, অনেকে মোটামোটি জানেন, অনেকে আবার মোটামোটি ভাল জানেন । এমন সবার থেকেই প্রশ্ন নিয়ে বাছাই করে প্রায় ৩০ টির মত প্রশ্ন নিয়ে এসেছি এখানে ।
এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আগের টিউন গুলোতে বেশ বিস্তারিত ভাবে লিখেছি । তারপর ও এখানে ছোট করে উত্তর দিয়ে দিয়েছি । যদি বিস্তারিত উত্তর চান তবে পূর্বের টিউন গুলো পড়ুন, আর পূর্বের টিউন এ না পেলে কমেন্ট করুন । উত্তর দেয়ার চেষ্টা করবো ।
উত্তরে কিছু ভুল থাকতে পারে । কারণ আমি কোন বড় ওয়েব ডিজাইনার বা বেশ অভিজ্ঞ নই । গুগল এর সহায়তায় এবং নিজের স্বল্প জ্ঞান এ সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । অভিজ্ঞ রা ভুল গুলো দেখিয়ে দিবেন আশা করছি ।

“ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [৪র্থ-পর্ব]

সবাইকে এই পর্বের টিউনে যাচ্ছি শুভকামনা । যারা কষ্ট করে সবগুলো টিউন পরছেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন । আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার টিউন গুলো পড়ার জন্য । টিউন গুলো পড়ে আপনারা বিন্দু মাত্র উপকৃত হলে আমার টিউন লেখা এবং আপনাদের টিউন পড়া উভয়ই সার্থক!

“ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [৩য়-পর্ব]

সবাই ভাল আছেন তো? যারা নিয়মিত আমার টিউন গুলো পরছেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো :) আশা করছি টিউন গুলো পড়ে আপনারা উপকৃত হচ্ছেন । আপনাদের ভাল লাগা না লাগা অবশ্যই মন্তব্বের মাধ্যমে যাবেন । আমার শুভ কামনা নিয়ে আজকের টিউন পড়া শুরু করুনঃ
গত টিউনে আমি ওয়েব ডিজাইন শেখার বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছি । আশা করছি সবাই টুকটাক ধারণা পেয়েছেন । এবং এও আশা করছি অনেকে শেখা শুরু করে দিয়েছেন । যারা শিখছেন, বা শেখা শুরু করেছেন, তাদের জন্য আজ আমি কিছু টিপস দিবো । কিভাবে আপনি দ্রুত শিখতে পারবেন । শেখার সময় কি কি করবেন এসব নিয়ে ।

“ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [২য়-পর্ব]

গত পর্বে আমি ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামোটি ধারণা দেয়ার চেষ্টা করেছি । ওয়েব ডিজাইন কি? কিভাবে করে? ইত্যাদি । ওয়েব ডিজাইন এ আয় নিয়েও সামান্য ধারণা দেয়ার চেষ্টা করেছি । এখন আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে কিভাবে শিখবেন, কোথা থেকে শুরু করবেন? ইত্যাদি নিয়ে আজকের এই টিউন গোছানোর চেষ্টা করেছি । এখানে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে লিখেছি । কোন ভুল থাকলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি শুধ্রে নেয়ার চেষ্টা করবো ।

ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [১ম-পর্ব]

"ওয়েব ডিজাইন" আমার স্বপ্নের ক্যারিয়ার । শুধু আমার না । হয়তো আপনার এবং আপনার এবং আপনারও! অনেকেরই স্বপ্নের ক্যারিয়ার এই ওয়েব ডিজাইন । অনেকে স্বপ্ন দেখে ওয়েব ডিজাইনার হিসেবে জীবনে সফল হবার । হয়তো আপনিও দেখেছেন । আমি ও দেখেছি, এখনো দেখি ।
স্বপ্ন শুধু দেখার বিষয় নয় । স্বপ্ন পূরণ করার মাঝেই পূর্ণ সার্থকতা । জীবনে সেই ব্যাক্তি সার্থক এবং সফল যে তার স্বপ্ন পূরণ করেছে । আমরা অনেক সপ্নই দেখি ।

Popular Posts