“ওয়েব ডিজাইন” আপনার পথ চলা [৫ম-পর্ব]
কেমন আছেন সবাই? আপনারা ঠিক মত টিউন পড়তে পারছেন তো? কোন কিছু বুঝতে
সমস্যা হচ্ছে না তো? আর টিউন থেকে কিছু শিখতে বা জানতে পারছেন তো? কিন্তু
আমি একটা জিনিস জানতে পারছি না

টিউন আপনাদের ভালো লাগছে কিনা... তাই দেরি না করে ঝটফট আপনার মন্তব্য লিখে দিন

গত
পর্বে হতাশা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি । আজ নিয়ে
এসেছি বেশ কিছু প্রশ্ন ও উত্তর । প্রশ্ন গুলো আপনার মতই কিছু নতুনদের থেকে
নেয়া হয়েছে । এর জন্য আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আর.আর ফাউন্ডেশন ও
ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং গ্রুপের সকল সদস্য কে । তারাই আমাকে এই প্রশ্ন গুলো
করেছে যেন এগুলোর উত্তর দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি । অনেকে একদম
কিছুই জানেন না, অনেকে মোটামোটি জানেন, অনেকে আবার মোটামোটি ভাল জানেন ।
এমন সবার থেকেই প্রশ্ন নিয়ে বাছাই করে প্রায় ৩০ টির মত প্রশ্ন নিয়ে
এসেছি এখানে ।
এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আগের টিউন গুলোতে
বেশ বিস্তারিত ভাবে লিখেছি । তারপর ও এখানে ছোট করে উত্তর দিয়ে দিয়েছি ।
যদি বিস্তারিত উত্তর চান তবে পূর্বের টিউন গুলো পড়ুন, আর পূর্বের টিউন এ
না পেলে কমেন্ট করুন । উত্তর দেয়ার চেষ্টা করবো ।
উত্তরে কিছু ভুল
থাকতে পারে । কারণ আমি কোন বড় ওয়েব ডিজাইনার বা বেশ অভিজ্ঞ নই । গুগল এর
সহায়তায় এবং নিজের স্বল্প জ্ঞান এ সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা
করেছি । অভিজ্ঞ রা ভুল গুলো দেখিয়ে দিবেন আশা করছি ।