background img

The New Stuff

আপনার ব্লগে যুক্ত করুন HTML সার্চ বক্স।

`আসসালামু আলাইকুম।ব্লগার ভাইয়েরা কেমন আছেন?অনেকদিন টিউন করা হয়নি তাই ক্ষমাপ্রার্থী।ইনশাআল্লাহ,প্রতিদিন টিউন করার চেষ্টা করবো।আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হচ্চেঃ HTML search BOX


HTML SEARCH BOX

HTML SEARCH BOXএর কাজ কি?

ব্লগপোস্টের সৌন্দর্যবর্ধন :: আপনার ব্লগের জন্য বারটি স্টাইলিস সার্চ বক্স

বেশ কয়েকদিন পর ব্লগার টিউটোরিয়ালটা আবার লিখলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচটি সুন্দর সার্চ বক্স, যা আপনার ব্লগের জন্য কাজে লাগবে। আশা করি আপনাদের ভাল লাগবে। আসুন তাহলে শুরু করা যাক।
প্রথমে Blogger Dashboard >> Layout >> Add a Gadget থেকে HTML/Javascript Select করুন।
তারপর নিচের যেকোনো একটি Search Box পছন্দ করে তারপর কোডটি Paste করে দিন।

ব্লগপোস্টের সৌন্দর্যবর্ধন (পর্বঃ১১) :: আপনার ব্লগের কমেন্ট ফর্মের জন্য একটা সুন্দর ডিজাইন

অনেকদিন পর আবার ব্লগ নিয়ে লেখালেখি শুরু করলাম। আশা করি সবাই ভাল আছেন। ব্লগপোস্টের কমেন্ট ফর্মটা খুবই সাদামাটা। একটু ডিজাইন করলে অনেক সুন্দর দেখাবে এটি। আজকে যে ডিজাইনটি দেব সেটি দেখতে ঠিক এরকমঃ



নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করুন, ডোনেইম ছাড়া, ফ্রি

আজকে আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা ওয়েব সাইট প্রকাশ করতে পারবেন ফ্রী। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। চলুন দেখি আজকের টিউন-
উক্ত ওয়েব সাইটটিতে আপনি অন্য ওয়েব সাইটে (টাকা দিয়ে যে ওয়েব সাইট প্রকাশ করেন) যে সুবিধা পান, তার সব গুলি ভোগ করতে পারবেন। এই ওয়েব সাইটে প্রথমে রেজিষ্ট্রশন করতে হবে। তারপর বিভিন্ন ট্যাগ আছে, যা আপনি ইডিট করে আপনার ওয়েব সাইট সাজাতে পারেন। এই ওয়েব সাইটে নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করা খুবই সহজ। আসুন কাজ করে দেখি-
http://www.webs.com
কেমন লাগল কমেন্ট করবেন।
ধন্যবাদ।

ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করুন আপনার পছন্দমত

লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছোট হয় যে এগুলোকে ডোমেইনের মত মনে হয়।
  • 01. http://www.biz.ly এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly । এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 02. http://i.am এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবা http://www.i.am/yourName । এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ
    ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 03. http://www.dom.ir এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir ।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 04. http://www.freedomain.co.nr এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr । তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।
  • 05. http://www.dot.tk । এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk । তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিঙ্গাপন দিবে।
  • 06. এখন যেটি বলব এটি বহুল ব্যবহৃত সাইট । http://www.co.cc । এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc । সাটটিতে রেজিষ্ট্রশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিঙ্গাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে।
তাহলে আর দেরি কেন ফ্রি ডোমেইন গুলোর মধ্যে বেছে নিন আপনারটা।

Popular Posts