background img

The New Stuff

FB তে আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে বের করেছে, ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে, আপনার Pending friend request সব বের করুন

FB তে আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে বের করেছে, ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে, আপনার Pending friend request সব বের করুন
এটি Mozilla Firefox, Google Chrome, Opera, এবং Safari তে সাপোর্ট করবে।এটি install করার পর কে ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে, আপনার Pending friend request সব বের করতে পারবেন।
Steps:
১।আপনাকে ‘Unfriend finder’ ডাউনলোড করতে হবে
লিঙ্ক-http://www.unfriendfinder.fr/help/download
a.ডাউনলোড করার আগে follow the installation steps for your browser তে গিয়ে আপনার browser Firefox / Chrome / Safari / Opera।Choose করুন এবং instruction ফলো করুন
আমি Firefox চালাই তাই যারা firefox চালান তারা নিচের লিঙ্ক এর instruction গুলো follow করুন
http://www.unfriendfinder.fr/help/installation/firefox
আপনি যদি Firefox use করেন তাহলে আপনাকে ‘Greasemonkey’ addon টি install করতে হবে
Greasemonkey Download Link:-https://addons.mozilla.org/firefox/addon/748
২। install করার পর লগ আউট করে আবার লগ ইন করুন।
৩।আপনার প্রোফাইল এর পাশে Unfriends নামের নতুন ট্যাব যোগ হয়ে যাবে
লগ ইন করেলে আপনার FB Hompage এরকম দেখাবে
Unfrinds
৪।Unfriends এ click করুন এখান থেকে বের করতে পারবেন
a.আপনার Pending Frnd Requests (কে আপনার ফ্রেন্ডreq এখনো accept করেনাই,কে আপনাকে Ignore করল
b.কে আপনাকে friendlist থেকে বের করল(সাথে সময়ও দেয়া থাকে)
বিঃ দ্রঃ যদি লগ আউট করার পর Unfriends tab না আসে তবে আপনার ব্রাউজার রিস্টারট করুণ

নেট গুরুজীর কাছ থেকে IP Hide করুন

আপনি আপনার পিসির মূল আইপি এড্রেস লুকিয়ে রাখতে পারেন, ইন্টারনেট গুরুজীর কাছ

থেকে। একাজ করা খুব একটা কঠিণ নয়। আর এর পরিবর্তে ছদ্দ আইপি ব্যবহার করতে

পারেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি সফট্ওয়ার ইন্সটল করতে হবে, মাত্র ৩.০৩

সাইজের সফটি আপনাকে এই সুবিধা দিবে। তবে ইন্সটল শেষ করার আগে একটি বিষয়

খেয়াল রাখবেন, আর তা হচ্ছে যখন সফট্ওয়ারটি run করবেন তখন সব শেষে

finish করার যে অপশনটি আসে তাতে ক্লিক করার আগে যে দুইটি অপশন থাকবে তার

মধ্যে দুটিতেই মারক্ করা থাকে, আপনি চাইলে প্রথমটির মার্ক উঠিয়ে দিতে পারেন। তবে

অবশ্যই দ্বিতীয়টির মার্ক উঠাবেন না। যেহেতু ইন্সটল করার পরপরই আপনাকে তার সকল

ব্যবহার বা সুবিধা দেখিয়ে দিবে তাই এখানে তার পুণরাবৃত্তি করা প্রয়জোন মনে করলাম না। সফট্ওয়ার ডাউনলোড  করুন এখান থেকে

"http://download.cnet.com/3001-2648_4-10714026.html?spi=770df005fc9c26bc192b8d201db5d2c5"


ফেসবুকে কে আপনাকে Friend List থেকে Remove বা Ignore করছে তা বের করুন

ফেসবুকে কে কে আপনাকে Friend লিস্ট থেকে Remove করছে তা সহযেই বের করা যায়।
এটি Mozilla Firefox, Google Chrome,  Opera, এবং Safari মধ্যে সাপোর্ট করবে। তার জন্য নিছের ধাপ গুলো ব্যবহার করুন।
1.  প্রথমে Unfriend finder টি ডাউনলোড করে নিন এখান থেকে
2.  আপনি যদি Mozilla Firefox  ব্যবহার করেন তাহলে  Greasemonkey ও Install করা লাগবে। Greasemonkey টি ডাউনলোদ করে নিন এখান থেকে
3.  এবার ফেসবুকে লগইন করুন।
4.  Unfriend নামে নতুন একটি মেনু দেখবে। ঐ খানে ক্লিক করুন।

5.  তাহলে আপনাকে কে কে Ignore বা Remove করছে তা দেখতে পারবেন।

আপনার ব্যক্তিগত কম্পিউটারে কে কি করছে আপনি সরাসরি দেখুন আপনার মোবাইল থেকে এবং চমৎকার একটি ভিডিও গান আপনার জন্যে উপহার।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে চমৎকার একটি টিউন উপস্থাপন করছি। টিউটি যদিও আগে প্রকাশিত এরপরেও আবার নতুন আপডেট ভার্সণ দিলাম। আপনি চাইলে আপনার ব্যক্তিগত কম্পিউটারে কে কি করছে তা আপনি সহজে আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনার অনু-উপস্থিতে কেউ যদি আপনার কম্পিউটার ব্যবহার করে আপনি ইচ্ছা করলেই সহজেই আপনি আপনার মোবাইল থেকে তা উপলব্ধি করতে পারবেন।
এজন্যে আপনার কম্পিউটারে RDM সফ্টওয়্যারটি েইন্সটল থাকতে হবে। সফ্টওয়্যারটি েইন্সটল করার জন্যে এখানে ক্লিক করুন। 
এবার আপনার করনীয় হল, মোবাইলের জন্যে আরেকটি সফ্টওয়্যার ইন্সটল করা। এজন্যে এখানে ক্লিক করুন।এটি একটি জাভা। আপনি অন্য সেটের জন্যে গুগল থেকে সার্চ  করে দেখুন্। ইন্সটল করার পর আপনার মোবাইলো সফ্টওয়্যারটি অপেন করে সেটিং করে নিন।এবার আপনি যেখানেই থাকুন না কেন , আপনার পিসি যদি কেউ ব্যবহার করে আপনি সহজেই মোবাইল থেকে ভিউ করতে পারবেন।
মেইন সাইট এখানে..
** youtube এর  চমৎকার একটি ইংরেজি ভিডিও গান আপনার জন্যে শেয়ার করলাম। দয়া করে দেখতে ভুলবেন না ইউটিউব চালানোর জন্যে proxy ব্যবহার করতে পারেন
গানটি দেখতে এখানে ভিজিট করুন। কথা দিলাম গানটি খুবই ভাল লাগবে। গানটি শেয়ার করার জন্যে অনুরাধ রইল। কারন গানটি আমার ইউএসএ থাকার এক ক্লায়েন্টের মেয়ের গান।গানটি দেখতে এখানে ভিজিট করুন

কম্পিউটারে একটা সফটওয়্যার অন থাকলেই আপনার আয় হতে থাকবে । ( ১০০% সত্যি )

আমি এটি প্রথমে টেকটিউনস এ পেয়েছিলাম । আমি এটি Spam মনে করছিলাম । তারপর আমি যখন Withdrew করে আমার Payza অ্যাকাউন্ট এ সাথে সাথেই পেমেন্ট পেলাম তারপর আমি এটিকে বিশ্বাস করেছি । আমি ইন্টারনেট এ কোন কাজ এই পারি না তাই আমি এভাবে আয় করি । যারা কাজ পারেন যেমন (Graphics design,seo.data entry) ইত্যাদি তারা কখনও আমার মতো আয় করতে যাবেন না ।
যারা আগে একাউন্ট করেছেন, তারা 2.3 version Uninstall kore Version 2.4 Install নিন ।
আর যাদের একাউন্ট নেই তারা নিচের অংশ পুরোটা পরুন ।

এই প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য যা যা প্রয়োজনঃ

Popular Posts