background img

The New Stuff

আসসালামু আলাইকুম। আমি IT সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পেইজ এ লেখি । আশা করি আমার লেখা গুলো আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে আসি, ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে দেখা যায়?








 ফেসবুকে আপনি কাকে
কাকে Friend Request পাঠিয়েছেন তা ফেসবুকের আগের সেটিংসে দেখা যেত। কিন্তু ফেসবুকের বর্তমান সেটিংসে এই অপশন টি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আপনি চাইলে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই দেখতে পারবেন আপনি কার কার কাছে Friend Request পাঠিয়েছেন। এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন তারপর অ্যাড্রেস বারে গিয়ে http://apps.facebook.com/friendrequests ঠিকানায় গিয়ে Allow-এ ক্লিক করুন।
তাহলেই দেখতে পাবেন আপনার পাঠানো সব Pending Request.

ধন্যবাদ। ভাল থাকবেন।

অনেক মেয়েদের আইডিতে অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেক মেয়রা চায় না যে তাদের আইডিতে কোন রিকুয়েষ্ট আসুক । এক্ষেত্রে আপনি আপনার +Add as Friend বাটনটি হাইড / ডিসেবল করে রাখতে পারেন।



> এজন্য প্রথমে আপনাকে

ফেইসবুকের Privacy Settings এ যেতে হবে।

> এবার How You Connect থেকে Edit Settings এ ক্লিক করুন।

> তারপর Who can send you friend requests? থেকে Friends of Friends করে দিন ।
                                                                                > সবশেষে Done করুন।

সবাইকে সালাম।
আশা, করি আপনারা সবাই বেশ ভাল আছেন।
আমরা প্রায়ই ইন্টারনেট থেকে নানা গেম ডাউনলোড করতে চাই। কিন্তু, ফ্রী গেম ডাউনলোড করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়।
হয়ত, দেখা যায় ডাউনলোড হচ্ছে না অথবা লিখেছে ফ্রী ডাউনলোড কিন্তু, ডাউনলোড
করতে গেলে কিনতে বলছে!
তাই, আজ আমি আপনাদের এমন কিছু সাইট এর ঠিকানা দেব জেগুলতে আপনি বেশ সহজেই বিভিন্ন গেম ডাউনলোড করতে পারবেন।
সাইট গুলি হলঃ

1) www.oneonlinegames.com
2) www.myplaycity.com
3) www.gametop.com
4) www.allgameshome.com
5) www.myrealgames.com
6) www.freegamepick.com
এছারাও আপনি এই সাইটটি ভিজিট করতে পারেন ফ্রী গেমের জন্য।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।
সবাইকে ধন্যবাদ।

মাতৃভাষা বাংলা। অথচ বাংলাই ঠিক মত বলতে, লিখতে পারি না। সে জায়গায় সেই দূরদেশের ইংরেজি না পারাটাই স্বাভাবিক। হোক সে আন্তর্জাতিক ভাষা। জন্মের পর থেকে বাংলায় কথা বলি, বাংলায় শুনি, বাংলায় লিখি। ইংরেজি অত ভাল পারবো কি করে? আজকাল তো ইংরেজ রাই ঠিক মত ইংরেজি বলতে পারে না। আর আমরা তো... স্কুল কলেজে পড়েই কি ইংরেজি ভাল পারা যায় নাকি? আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা! মাস্টার্স পাশ করা একজন ছাত্র ও ২ লাইন ঠিক মত ইংরেজি বকতে পারে না। আর আজকাল কিছু ইংরেজ মাধ্যমে পড়ুয়া ছাত্র ছাত্রি আছে, যারা এত মাত্রায় ইংরেজি বকে যে ঠিক মত বাংলা বকা টাই ভুলে যায়! দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে প্রায় ৩০ ভাগ শিক্ষিত লোক আছে যারা মোটামোটি ঠিকঠাক ইংরেজি বকতে পারবে। বাকি ৭০ ভাগ শিক্ষিত হলেও, ইংরেজির বেলায় কচু!
আমাদের কথা কি বলবো? শুধু আমরা না তো, বিশ্বের অনেক উন্নত দেশের লোকেরাও ভাল ইংরেজি বলতে পারে না। হাতে গোনা কিছু লোক আছে দুর্বার ইংরেজি বকে! ইংরেজি না পারা বা ইংরেজি তে দুর্বল হওয়াটা খুবি স্বাভাবিক। এতে মন খারাপ করা বা ভেঙ্গে পরার কোন কারন নেই।


সবাই আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাসের আপডেটেড + ফুল ভার্সন দিলাম। সাথে দিলাম আপনাদের স্বার্থে কিছু টেকনিকাল ইনফর্মেশন। তো দেরি কেন? এখনি নিজের ইচ্চামত একটা Anti-Virus লুফে নিন! Avast এর License ২০৩৮ সাল পর্যন্ত! অন্য দুটারও মনে হয় Life Time সময়, আমি Try করে দেখি নাই! তাই কথা না বলে এক্ষুনি জলদি নিয়ে নিন!
Kaspersky anti-virus security 13.0.1.4190

টাইটেল: Kaspersky Anti-Virus
ভার্সন: 13.0.1.4190
ফাইলনাম: kav13.0.1.4190en.exe
ফাইল সাইজ: 147.34MB (154,495,016 bytes)
প্রয়োজন: Windows XP / Vista / Windows7
ভাষা: en-US
রিলিজ: ৮ সেপ্টেম্বর, ২০১৩
হোমপেজ: http://www.kaspersky.com
ডাউনলোড করে নিন এখান থেকে।
Serial Key ডাউনলোড করুন এখান থেকে।
ESET NOD32 AntiVirus

ভার্সন: 6.0.316.0
টাইটেল: 6.0.316.0
ফাইলনাম: eav_nt32_enu.msi
ফাইল সাইজ: 48.90MB (51,275,776 bytes)
প্রয়োজন: Windows 2000 / XP / Vista / Windows7 / Windows8
ভাষা: en-US
রিলিজ: ৩ এপ্রিল, ২০১৩
হোমপেজঃ http://www.eset.com
ডাউনলোড করে নিন এখান থেকে
Crack ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে
Avast! Free Antivirus

ভার্সন: 8.0.1489
ফাইলনাম: avast_free_antivirus_setup.exe
ফাইল সাইজ: 112.04MB
প্রয়োজন: Windows 2000 / XP / Vista / Windows 7 / Windows 8
ফাইল সাইজ: 112.04 MB
ভাষা: Multiple languages
রিলিজ: ৯ মে, ২০১৩
ওয়েবসাইট: http://www.avast.com
ডাউনলোড করে নিন এখান থেকে
Serial Key ডাউনলোড করে নিন এখান থেকে
আমার সামাজিক প্রোফাইলঃ
টুইটার ~ গুগল প্লাস ~ ফেসবুক

FB তে আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে বের করেছে, ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে, আপনার Pending friend request সব বের করুন
এটি Mozilla Firefox, Google Chrome, Opera, এবং Safari তে সাপোর্ট করবে।এটি install করার পর কে ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে, আপনার Pending friend request সব বের করতে পারবেন।
Steps:
১।আপনাকে ‘Unfriend finder’ ডাউনলোড করতে হবে
লিঙ্ক-http://www.unfriendfinder.fr/help/download
a.ডাউনলোড করার আগে follow the installation steps for your browser তে গিয়ে আপনার browser Firefox / Chrome / Safari / Opera।Choose করুন এবং instruction ফলো করুন
আমি Firefox চালাই তাই যারা firefox চালান তারা নিচের লিঙ্ক এর instruction গুলো follow করুন
http://www.unfriendfinder.fr/help/installation/firefox
আপনি যদি Firefox use করেন তাহলে আপনাকে ‘Greasemonkey’ addon টি install করতে হবে
Greasemonkey Download Link:-https://addons.mozilla.org/firefox/addon/748
২। install করার পর লগ আউট করে আবার লগ ইন করুন।
৩।আপনার প্রোফাইল এর পাশে Unfriends নামের নতুন ট্যাব যোগ হয়ে যাবে
লগ ইন করেলে আপনার FB Hompage এরকম দেখাবে
Unfrinds
৪।Unfriends এ click করুন এখান থেকে বের করতে পারবেন
a.আপনার Pending Frnd Requests (কে আপনার ফ্রেন্ডreq এখনো accept করেনাই,কে আপনাকে Ignore করল
b.কে আপনাকে friendlist থেকে বের করল(সাথে সময়ও দেয়া থাকে)
বিঃ দ্রঃ যদি লগ আউট করার পর Unfriends tab না আসে তবে আপনার ব্রাউজার রিস্টারট করুণ

আপনি আপনার পিসির মূল আইপি এড্রেস লুকিয়ে রাখতে পারেন, ইন্টারনেট গুরুজীর কাছ

থেকে। একাজ করা খুব একটা কঠিণ নয়। আর এর পরিবর্তে ছদ্দ আইপি ব্যবহার করতে

পারেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি সফট্ওয়ার ইন্সটল করতে হবে, মাত্র ৩.০৩

সাইজের সফটি আপনাকে এই সুবিধা দিবে। তবে ইন্সটল শেষ করার আগে একটি বিষয়

খেয়াল রাখবেন, আর তা হচ্ছে যখন সফট্ওয়ারটি run করবেন তখন সব শেষে

finish করার যে অপশনটি আসে তাতে ক্লিক করার আগে যে দুইটি অপশন থাকবে তার

মধ্যে দুটিতেই মারক্ করা থাকে, আপনি চাইলে প্রথমটির মার্ক উঠিয়ে দিতে পারেন। তবে

অবশ্যই দ্বিতীয়টির মার্ক উঠাবেন না। যেহেতু ইন্সটল করার পরপরই আপনাকে তার সকল

ব্যবহার বা সুবিধা দেখিয়ে দিবে তাই এখানে তার পুণরাবৃত্তি করা প্রয়জোন মনে করলাম না। সফট্ওয়ার ডাউনলোড  করুন এখান থেকে

"http://download.cnet.com/3001-2648_4-10714026.html?spi=770df005fc9c26bc192b8d201db5d2c5"

নেট গুরুজীর কাছ থেকে IP Hide করুন


ফেসবুকে কে কে আপনাকে Friend লিস্ট থেকে Remove করছে তা সহযেই বের করা যায়।
এটি Mozilla Firefox, Google Chrome,  Opera, এবং Safari মধ্যে সাপোর্ট করবে। তার জন্য নিছের ধাপ গুলো ব্যবহার করুন।
1.  প্রথমে Unfriend finder টি ডাউনলোড করে নিন এখান থেকে
2.  আপনি যদি Mozilla Firefox  ব্যবহার করেন তাহলে  Greasemonkey ও Install করা লাগবে। Greasemonkey টি ডাউনলোদ করে নিন এখান থেকে
3.  এবার ফেসবুকে লগইন করুন।
4.  Unfriend নামে নতুন একটি মেনু দেখবে। ঐ খানে ক্লিক করুন।

5.  তাহলে আপনাকে কে কে Ignore বা Remove করছে তা দেখতে পারবেন।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে চমৎকার একটি টিউন উপস্থাপন করছি। টিউটি যদিও আগে প্রকাশিত এরপরেও আবার নতুন আপডেট ভার্সণ দিলাম। আপনি চাইলে আপনার ব্যক্তিগত কম্পিউটারে কে কি করছে তা আপনি সহজে আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনার অনু-উপস্থিতে কেউ যদি আপনার কম্পিউটার ব্যবহার করে আপনি ইচ্ছা করলেই সহজেই আপনি আপনার মোবাইল থেকে তা উপলব্ধি করতে পারবেন।
এজন্যে আপনার কম্পিউটারে RDM সফ্টওয়্যারটি েইন্সটল থাকতে হবে। সফ্টওয়্যারটি েইন্সটল করার জন্যে এখানে ক্লিক করুন। 
এবার আপনার করনীয় হল, মোবাইলের জন্যে আরেকটি সফ্টওয়্যার ইন্সটল করা। এজন্যে এখানে ক্লিক করুন।এটি একটি জাভা। আপনি অন্য সেটের জন্যে গুগল থেকে সার্চ  করে দেখুন্। ইন্সটল করার পর আপনার মোবাইলো সফ্টওয়্যারটি অপেন করে সেটিং করে নিন।এবার আপনি যেখানেই থাকুন না কেন , আপনার পিসি যদি কেউ ব্যবহার করে আপনি সহজেই মোবাইল থেকে ভিউ করতে পারবেন।
মেইন সাইট এখানে..
** youtube এর  চমৎকার একটি ইংরেজি ভিডিও গান আপনার জন্যে শেয়ার করলাম। দয়া করে দেখতে ভুলবেন না ইউটিউব চালানোর জন্যে proxy ব্যবহার করতে পারেন
গানটি দেখতে এখানে ভিজিট করুন। কথা দিলাম গানটি খুবই ভাল লাগবে। গানটি শেয়ার করার জন্যে অনুরাধ রইল। কারন গানটি আমার ইউএসএ থাকার এক ক্লায়েন্টের মেয়ের গান।গানটি দেখতে এখানে ভিজিট করুন

আমি এটি প্রথমে টেকটিউনস এ পেয়েছিলাম । আমি এটি Spam মনে করছিলাম । তারপর আমি যখন Withdrew করে আমার Payza অ্যাকাউন্ট এ সাথে সাথেই পেমেন্ট পেলাম তারপর আমি এটিকে বিশ্বাস করেছি । আমি ইন্টারনেট এ কোন কাজ এই পারি না তাই আমি এভাবে আয় করি । যারা কাজ পারেন যেমন (Graphics design,seo.data entry) ইত্যাদি তারা কখনও আমার মতো আয় করতে যাবেন না ।
যারা আগে একাউন্ট করেছেন, তারা 2.3 version Uninstall kore Version 2.4 Install নিন ।
আর যাদের একাউন্ট নেই তারা নিচের অংশ পুরোটা পরুন ।

এই প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য যা যা প্রয়োজনঃ

Popular Posts