background img

The New Stuff

বাংলাদেশে অনলাইনে যারা কাজ করেন তারা আসলেই জানেন একটি ভেরীফাই পেপ্যাল কতটা জরুরী। আমি আজ সহজে কিভাবে একটি ভেরীফাইড পেপ্যাল আইডি পেতে পারেন সে ধরেনের একটি ট্রিকস সম্পর্কেই  আমার এই পোস্টে বলব। তো আসুন শুরু করা যাক। (বোঝা না গেলে বড় করে দেখতে ছবির উপরে ক্লিক করুন।)
প্রথমেই এই লিংকে গিয়ে ছবির দেখানো অংশে ক্লিক করে একটি একাউন্ট ওপেন করুন।

আশা করি আপনারা সবাই ভাল আছেন। এখন সবার একটা জিনিস সেখার প্রতি অনেক আগ্রহ , আর সেই জিনিস টা হল ওয়েব ডিজাইন। আগ্রহ থাকবে না কেন? কে না যায় ক্রিয়েটিভ কিছু করতে । আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন ওয়েব ডিজাইন শিখে। আসলে এই ওয়েব ডিজাইন সেখা জন্য সবচেয়ে ভাল মাধ্যম হল অনলাইন । অনলাইনে অনেক ভাল ভাল রিসোর্স আছে , যেখান থেকে আপনি অনেক সহজে ওয়েব ডিজাইন শিখে নিতে পারবেন।

আমরাতো বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। আমরা কি জানি উক্ত ওয়েব সাইটটি মানে মূল পেজটি লোড হতে কত সময় লাগে। এমনই কিছু ওয়েব সাইট আছে যেখান থেকে আপনি জেনে নিতে পারেন নির্দিষ্ট পেজটি লোড হতে কত সময় লাগে এবং কোন্‌ কোন্‌ বিষয়ে কত সময় লাগছে। এছাড়াও উক্ত পেজে কি কি লোড হচ্ছে তাও দেখা যাবে। এমনই কিছু ওয়েব সাইটের ঠিকানা হচ্ছে।

ওয়েব সাইট লোড হতে কত সময় লাগে


বিসমিল্লাহির রহমানির রাহিম
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারো আপনাদের মাঝে এলাম নতুন টিউন নিয়ে।
আজকের টিউন টি বিশেষত যারা ওয়েব ডিজাইন সংক্রান্ত কাজ করেন এবং যারা ছোট খাট ওয়েব সাইট ডিজাইন করেন তাদের নিয়ে।
আজকের আলোচনার বিষয় হল java script, অনেকে নিজেই তৈরী করতে পারে জাবা স্কিপ্ট যা খুব কষ্টকর এবং যার জন্য আলাদা পড়াশোনার দরকার আছে। কিন' ওয়েব সাইট ডিজাইনের জন্য  এবং ওয়েব সাইট সুন্দর করার জন্য java ভূমিকা অপরীসিম। আপনি java ব্যাবহার করে  অনেক গুলো সুন্দর ইফেক্ট আপনার তৈরীকৃত সাইট কে সুন্দর করতে পারেন।

বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো, বন্ধুরা সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম টেউনস। টেকটেউনস থেকে অনেক নিয়েছি কিন্তু  কখনও কিছু দিতে পারি নাই। তাই আজকে আপনাদের জন্য অল্প কিছু নিয়ে এলাম। হয়তোবা কাজে লাগবে। তবে আপনারা যদি দোয়া করেন তাহলে হয়তো আগামীতে আপনাদের জন্য ভাল কিছু নিয়ে আসতে পারব বলে আমি বিশ্বাস করি। ভুল হলে নতুন ভেবে ক্ষমা করবেন।
চলুন শুরু করি............

সবাইকে আবারো ফটোশপ টিউটোরিয়ালে আমি কালাম স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা বেশ কয়েকটি টিউটোরিয়াল দেখেছিলাম যা ফটোশপ CS3 এবং ফটোশপ CS5 দ্বারা করা হয়েছিল। তবে আজকে আমরা আমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল করবো CS6 এর মাধ্যমে। এখানে CS6 পোর্টেবল ব্যবহার করা হয়েছে।

আসসালামু-আলাইকুম,
বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম বরাবরের মতোই একটা দারুন ট্রিক নিয়ে।
শিরোনাম দেখেই হয়ত কিছুটা আন্দাজ করতে পেরেছেন।
হ্যাঁ, আজ আমি আপনাদের command করে দেওয়া shutdown cancel করা দেখাব। ধরুন, কম্পিউটারে আপনি জরুরি কোন কাজ করছেন, এখনও কিছু save করেননি। হঠাৎ ভুলে Shutdown বাটনে প্রেস লেগে পিসি shutdown হয়ে গেল, কেমন লাগে বলুন তো!!! আপনার সব কাজ মাটি।
তাই এই সমস্যা থেকে রেহাই পেতে আজকের এই টিউন।

কম্পিউটার এর একটি অন্যতম গুরুত্তপূর্ণ আংশ হল হার্ডডিস্ক। অনেক সময় নানা কারনে হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়। হার্ডডিস্ক এর ভিতর সেল এ সমস্যা হলে অনেক সময় এইরকম হয়। তাই হার্ডডিস্ক সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ। হার্ডডিস্ক সচল রাখার একটি অন্যতম সফটওয়্যার হল Defraggler । অবশ্য উইন্ডোজ এ ডিফল্ট একটা ডিফ্রেগমেন্ট সফটওয়্যার থাকে । তবে এই Defraggler সফটওয়্যার টা উইন্ডোজ এর থেকে অনেক উন্নত।


Guides & How tos of KakaSoft Products | KakaSoft

Guides & How tos of KakaSoft Products | KakaSoft


Password Protect Folders with Folder Protector on Windows 8/7/XP/Vista

Password Protect Folders with Folder Protector on Windows 8/7/XP/Vista


Popular Posts