background img

The New Stuff

প্রযুক্তিতেই মুক্তি! তাই চাই লাগসই প্রযুক্তি



globe.jpg

































 দুনিয়াব্যাপী প্রতিক্ষণ মানুষ যাকে আকঁড়ে বেচেঁ থাকছে তার নাম প্রযুক্তি। ভেবে দেখুন তো প্রযুক্তি ছাড়া আমাদের একটি দিনও কি চলে? পৃথিবীতে এমন একটি মানুষ পাওয়া যাবে না যিনি প্রযুক্তি ছাড়া এক মুহূর্তও প্রযুক্তির বাইরে থাকতে পারছেন। কি ভ্রু কুঁচকে যাচ্ছে? একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। তারপর নিজেই উপরের কথার সাথে সায় না দিয়ে পারবেন না। আপনার জীবন ধারণের জন্যতো পানি অত্যাবশ্যক, তাই না? আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বিশুদ্ধ পানির জন্য আপনাকে অবশ্যই কোন কোন প্রযুক্তির সাহায্য নিতে হয়।
সব ক্ষেত্রে হয়তো সরাসরি আপনি প্রযুক্তি ব্যবহার না করলেও আপনার হাতে আসার আগ পর্যন্ত এই পানি উত্তোলনেও ব্যবহৃত হয়েছে হয়তোবা ইলেকট্রনিক বা ম্যাকানিক্যাল প্রযুক্তি। আপনি যে জামা কাপড় পরে থাকেন তার পেছনে যে টেক্সটাইল প্রযুক্তি রয়েছে তাতো স্বীকার করবেন, তাই না? এখনতো জামা কাপড়েরর ডিজাইনে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। সুতা তৈরি থেকে, কাপড়ের রঙ মেশানো, প্রসেসিং ইত্যাদি যাবতীয় কাজেই ব্যবহৃত হচ্ছে প্রযুক্তি। আসলে প্রযুক্তি ছাড়া একটি মুহূর্তও আমরা বাঁচতে পারবো না।
তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত সব ধরণের প্রযুক্তির সেবা আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে নি। যদিও ইতোমধ্যেই প্রযুক্তি ভিত্তিক অনেক সেবা আমরা পেয়েছি যা হয়তোবা বছর দশেক আগেও ছিল না। তবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং প্রযুক্তি বিষয়ক সেবার মাধ্যমে নিজেদের উৎকর্ষতা বিকাশে প্রয়োজন লাগসই প্রযুক্তি। বাংলাদেশ একসময়ের কৃষি প্রধান দেশ হলেও কৃষিতে আমাদের অবস্থান দিন দিন অবনতির দিকে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য কৃষি প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে ব্যাপকভাবে। উন্নত দেশগুলো কৃষি বিষয়ক যেসব উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যাপক সাফল্য পাচ্ছে তা আমাদের বাংলাদেশেও নিয়ে আসতে হবে। খাদ্য ঘাটতিসহ কৃষি বিষয়ক যত সমস্য আছে তার সমাধান হতে পারে কেবলমাত্র উন্নত প্রযুক্তির ছোঁয়ায়। সুজলা সুফলা বাংলাদেশ গড়তে সকলক্ষেত্রে যে যে প্রযুক্তির ব্যবহার প্রয়োজন তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে আমাদেরই। আমাদের এ প্রত্যাশা কি খুব বেশি চাওয়া?

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Welcome!

Popular Posts