কেমন আছেন সবাই? আপনারা ঠিক মত টিউন পড়তে পারছেন তো? কোন কিছু বুঝতে
সমস্যা হচ্ছে না তো? আর টিউন থেকে কিছু শিখতে বা জানতে পারছেন তো? কিন্তু
আমি একটা জিনিস জানতে পারছি না
টিউন আপনাদের ভালো লাগছে কিনা... তাই দেরি না করে ঝটফট আপনার মন্তব্য লিখে দিন 
গত পর্বে হতাশা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি । আজ নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন ও উত্তর । প্রশ্ন গুলো আপনার মতই কিছু নতুনদের থেকে নেয়া হয়েছে । এর জন্য আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আর.আর ফাউন্ডেশন ও ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং গ্রুপের সকল সদস্য কে । তারাই আমাকে এই প্রশ্ন গুলো করেছে যেন এগুলোর উত্তর দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি । অনেকে একদম কিছুই জানেন না, অনেকে মোটামোটি জানেন, অনেকে আবার মোটামোটি ভাল জানেন । এমন সবার থেকেই প্রশ্ন নিয়ে বাছাই করে প্রায় ৩০ টির মত প্রশ্ন নিয়ে এসেছি এখানে ।
এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আগের টিউন গুলোতে বেশ বিস্তারিত ভাবে লিখেছি । তারপর ও এখানে ছোট করে উত্তর দিয়ে দিয়েছি । যদি বিস্তারিত উত্তর চান তবে পূর্বের টিউন গুলো পড়ুন, আর পূর্বের টিউন এ না পেলে কমেন্ট করুন । উত্তর দেয়ার চেষ্টা করবো ।
উত্তরে কিছু ভুল থাকতে পারে । কারণ আমি কোন বড় ওয়েব ডিজাইনার বা বেশ অভিজ্ঞ নই । গুগল এর সহায়তায় এবং নিজের স্বল্প জ্ঞান এ সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । অভিজ্ঞ রা ভুল গুলো দেখিয়ে দিবেন আশা করছি ।

তিনি ফ্রীল্যান্সিং করতেন । প্রতি মাসে তার আয় করা টাকার চেক তার বাসায় পৌঁছে যেত, এবং সে একটি ব্যাংক থেকে সেই চেক ভাঙ্গাতেন । প্রতি মাসেই সে এভাবে চেন ভাঙ্গাতেন একটি ব্যাংক থেকেই । ব্যাংক ম্যানেজার তাকে লক্ষ করতে থাকে । একদিন প্রশ্ন করে বসে, "বাবা! তুমি কি কাজ কর? যে প্রতি মাসেই তুমি এত বড় বড় চেক ভাঙ্গাউ?" উত্তরে ভাইয়া তাকে ফ্রীল্যান্সিং সম্বন্ধে ধারণা দিলেন । সব বোঝার পর ওই প্রাইভেট ব্যাংক ম্যানেজার যার মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকা, তিনি বললেন "বাবা, আমি যদি এই চাকরী ছেরে দেই, তাহলে তুমি আমায় কাজ শিখাবে?" ।
এরপর নিশ্চয়ই আর কিছু বলা লাগবে না!


দুটো আলাদা শিখতে হবে, কিন্তু লেয়ার, কালার, শেডো এবং আরো কিছু বিষয়ে দুটোর মধ্যে বেশ মিল পাবেন । আসলে সিএসএস এবং ফটোশপ এর মধ্যে কোন গভীর সম্পর্ক নেই, তারা শুধু দূর সম্পর্কের বন্ধু মাত্র । আপনি যদি PSD (ফটোশপের ছবি) থেকে ওয়েবসাইট বানাতে যান তবেই আপনাকে ফটোশপ এর কিছু কাজ জানতে এবং করতে হবে । ওয়েব ডিজাইন এর জন্য মোটামোটি ফটোশপ শিখে রাখা ভালো ।
আসলে আপনি ওয়েবসাইট বানাবেন আপনার ক্লায়েন্ট এর জন্য । আপনাকে বিভিন্ন
পারিশ্রমিক এর মুল্যে ওয়েব ডিজাইন করতে হবে । এতে আপনার আয় হচ্ছে । আর
এখানে লাভ বলতে কিছু নেই । আপনি ভালো আয় করতে পারবেন, স্বাবলম্বী হতে
পারবেন । কারো উপর নির্ভর করা লাগবে না । এটাই আপনার লাভ ।

১. ফিক্সড রেটঃ এখানে ক্লায়েন্ট তার কাজের জন্য একটি পারিশ্রমিক নির্ধারিত করে দেয় । কন্ট্রাক্টর সেই পারিশ্রমিক এ বা তার চেয়ে কিছু কম এ কাজ টি করে দেয় ।
২. আউয়ারলি রেটঃ ক্লায়েন্ট ঘন্টা প্রতি পারিশ্রমিক দেয় । তার কাজটি করতে কন্ট্রাক্টর এর যে সময় লাগবে সে সময়ের পারিশ্রমিক তাকে দেয়া হবে । অনেক সময় প্রতি সপ্তাহে সর্বচ্চো কত ঘন্টা কাজ করা যাবে সেটি উল্লেখ থাকে । এবং সর্বচ্চো কতদিন বা ঘন্টায় কাজ টি সম্পন্ন করতে হবে তা উল্লেখ থাকে ।
গত পর্বে হতাশা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি । আজ নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন ও উত্তর । প্রশ্ন গুলো আপনার মতই কিছু নতুনদের থেকে নেয়া হয়েছে । এর জন্য আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আর.আর ফাউন্ডেশন ও ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং গ্রুপের সকল সদস্য কে । তারাই আমাকে এই প্রশ্ন গুলো করেছে যেন এগুলোর উত্তর দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি । অনেকে একদম কিছুই জানেন না, অনেকে মোটামোটি জানেন, অনেকে আবার মোটামোটি ভাল জানেন । এমন সবার থেকেই প্রশ্ন নিয়ে বাছাই করে প্রায় ৩০ টির মত প্রশ্ন নিয়ে এসেছি এখানে ।
এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আগের টিউন গুলোতে বেশ বিস্তারিত ভাবে লিখেছি । তারপর ও এখানে ছোট করে উত্তর দিয়ে দিয়েছি । যদি বিস্তারিত উত্তর চান তবে পূর্বের টিউন গুলো পড়ুন, আর পূর্বের টিউন এ না পেলে কমেন্ট করুন । উত্তর দেয়ার চেষ্টা করবো ।
উত্তরে কিছু ভুল থাকতে পারে । কারণ আমি কোন বড় ওয়েব ডিজাইনার বা বেশ অভিজ্ঞ নই । গুগল এর সহায়তায় এবং নিজের স্বল্প জ্ঞান এ সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । অভিজ্ঞ রা ভুল গুলো দেখিয়ে দিবেন আশা করছি ।
কিছু প্রশ্নের উত্তরঃ-
- আমি ব্যাংক এ ভালো চাকরী করি । এ চাকরী ছেরে যদি আমি ওয়েব ডিজাইন শিখি তাহলে কি এর চেয়ে ভাল আয় করতে পারবো?
তিনি ফ্রীল্যান্সিং করতেন । প্রতি মাসে তার আয় করা টাকার চেক তার বাসায় পৌঁছে যেত, এবং সে একটি ব্যাংক থেকে সেই চেক ভাঙ্গাতেন । প্রতি মাসেই সে এভাবে চেন ভাঙ্গাতেন একটি ব্যাংক থেকেই । ব্যাংক ম্যানেজার তাকে লক্ষ করতে থাকে । একদিন প্রশ্ন করে বসে, "বাবা! তুমি কি কাজ কর? যে প্রতি মাসেই তুমি এত বড় বড় চেক ভাঙ্গাউ?" উত্তরে ভাইয়া তাকে ফ্রীল্যান্সিং সম্বন্ধে ধারণা দিলেন । সব বোঝার পর ওই প্রাইভেট ব্যাংক ম্যানেজার যার মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকা, তিনি বললেন "বাবা, আমি যদি এই চাকরী ছেরে দেই, তাহলে তুমি আমায় কাজ শিখাবে?" ।
এরপর নিশ্চয়ই আর কিছু বলা লাগবে না!
- HTML কি?
- মারকাপ লেঙ্গুয়েজ বলতে কি বোঝায়?
- এইচটিএমএল করতে হলে প্রথমে কি জানতে হয়?
- CSS কি?
- ফটোশপ এবং সিএসএস এর মধ্যে পার্থক্য কি? দুটো কি আলাদা করে শিখতে হয়?
দুটো আলাদা শিখতে হবে, কিন্তু লেয়ার, কালার, শেডো এবং আরো কিছু বিষয়ে দুটোর মধ্যে বেশ মিল পাবেন । আসলে সিএসএস এবং ফটোশপ এর মধ্যে কোন গভীর সম্পর্ক নেই, তারা শুধু দূর সম্পর্কের বন্ধু মাত্র । আপনি যদি PSD (ফটোশপের ছবি) থেকে ওয়েবসাইট বানাতে যান তবেই আপনাকে ফটোশপ এর কিছু কাজ জানতে এবং করতে হবে । ওয়েব ডিজাইন এর জন্য মোটামোটি ফটোশপ শিখে রাখা ভালো ।
- ওয়েব সাইট বানাতে আমার কি কি সফটওয়্যার লাগবে?
- ওয়েব সাইট বানাতে খরচ কত?
- একটি ওয়েবসাইট বানাতে আমার কেমন সময় লাগবে?
- আমি কি ওয়েবসাইট বিক্রি করতে পারবো?
- ওয়েবসাইট বানিয়ে আমার লাভ কি?
- আমি কি ওয়েব ডিজাইনার হতে পারবো?
- ওয়েব ডিজাইনার হতে কত দিন লাগবে?
- আমি আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকি, ওয়েব ডিজাইন এর জন্য কিভাবে সময় বের করবো?
- আমি শিখতে চাই, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না ।
- শেখার জন্য উত্তম কোনটা? টেক্সট টিউটোরিয়াল নাকি ভিডিও টিউটোরিয়াল?
- ওয়েব ডিজাইন শিখতে হলে কোন কোন জিনিস ভাল ভাবে শিখতে হবে?
- শেখার জন্য কোন সাইট গুলো ভাল হবে?
- প্রিমিয়াম টিউটোরিয়াল গুলো ফ্রী পাবো কিভাবে?
- আউটসোরসিং কি?
- মার্কেট প্লেস কি?
- ওডেস্ক কি?
১. ফিক্সড রেটঃ এখানে ক্লায়েন্ট তার কাজের জন্য একটি পারিশ্রমিক নির্ধারিত করে দেয় । কন্ট্রাক্টর সেই পারিশ্রমিক এ বা তার চেয়ে কিছু কম এ কাজ টি করে দেয় ।
২. আউয়ারলি রেটঃ ক্লায়েন্ট ঘন্টা প্রতি পারিশ্রমিক দেয় । তার কাজটি করতে কন্ট্রাক্টর এর যে সময় লাগবে সে সময়ের পারিশ্রমিক তাকে দেয়া হবে । অনেক সময় প্রতি সপ্তাহে সর্বচ্চো কত ঘন্টা কাজ করা যাবে সেটি উল্লেখ থাকে । এবং সর্বচ্চো কতদিন বা ঘন্টায় কাজ টি সম্পন্ন করতে হবে তা উল্লেখ থাকে ।
- ফ্রীল্যান্সিং কি?
- জুমলা, পিএইচপি, ওয়ার্ডপ্রেস এগুলো কি?
- ওয়ার্ডপ্রেস কি একটা সফটওয়্যার?
- ওয়েব ডেভেলপিং কি ওয়ার্ডপ্রেস দিয়ে শেখা ভাল হবে?
- আমি ওয়ার্ডপ্রেস ব্লগিং জানি, আর অল্প অল্প এইচটিএমএল জানি, আমি কি ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপ করতে পারবো?
- ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্ট এর জন্য কি কি দরকার?
- ওয়ার্ডপ্রেস থীম ডেভেলপমেন্ট আর থীম কাস্টমাইজেশন কি এক?
- Themeforest কি?
0 মন্তব্য(গুলি):
Post a Comment
Welcome!