background img

The New Stuff

২য় পর্ব
(এখানে একটা ব্যাপার পরিস্কার করে দেই যে লার্জ হ্যাড্রন কোলাইডার এখন জেনেভায় অলরেডী বসানো হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল লিনিয়ার কোলাইডার নিয়ে এখনও পরিকল্পনা চলছে। তবে বিজ্ঞানীরা আগে এলএইচসি নিয়েই কাজ করতে ইচ্ছুক বিধায় আইএলসি এর স্হাপনের ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই আপাতত। তবে এমনও হতে পারে আইএলসি পৃথিবীর বাইরে কোথাও স্হাপন করা হতে পারে।

য়াচক্যাট ২.০ ফ্রি সফটওয়্যারের সাহায্যে সহজেই যে কোন চলন্ত প্রোগ্রাম লুকিয়ে রাখা যাবে। সফটওয়্যারটি চালু করলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সকল প্রোগ্রাম দেখা যাবে। এবার যেটির উপরে ক্লিক করবেন সেই উইন্ডো লুকাবে। কিন্তু উক্ত প্রোগ্রামের কাজ স্বাবাবিক ভাবে পটভুমিতে চলবে। আবার ফিরিয়ে আনতে হলে আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে নিচের দিক থেকে উক্ত প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। ১৪৭ কিলোবাইটের পোর্টেবল সফটওয়্যারটি উইন্ডোজের সকল ভার্সনে চলবে।
সফটওয়্যারটি http://www.aplusfreeware.com/categories/LFWV/WatchCat.html সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
আরেকটি এখানে

আধুনিক জীবনের অনেকেরই সকাল শুরু হয় নিজের মেইল বক্স এর অপ্রয়োজনীয় মেইল গুলোকে মুছে মুছে। ইন্টারেনট ব্যবহারকারী জনগোষ্ঠীর মাঝে এর মত তিক্ত অনুভূতি আর নেই, এই ধরেনর মেইল এর সাথে কম বেশী আমরা সবাই পরিচিত। হ্যাঁ, আমি সেই বিরক্তিকর স্প্যাম মেইল এর কথাই বলছি। এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার আর দরকার নেই। কিন্তু চিন্তার বিষয়বস্তু হল, কোন মেইল গুলো আসলে স্প্যাম তা বুঝতে বরাবরই আমাদের ধোকা হয়ে যায়। আমরা আমাদের প্রয়োজনীয় মেইল এবং স্প্যাম এর মধ্যে হরহামেশা কোন না কোন তালগোল পাকিয়ে ফেলি। কিন্তু বিশেষজ্ঞ চোখের কাছেই ধরার পরে স্প্যাম এর ধরন আর উৎপত্তি। কেমন হয় স্প্যাম মেইল গুলো? কী এদের বৈশিষ্ট্য? আসুন জেনে নিই।

একটি স্প্যাম মেইলের পোস্টমরটেম

আমাদের ইনবক্স এ থাকা কোন ম্যাসেজ গুলো আসলে স্প্যাম তা সহজে চিহ্নিত করার লক্ষে আসুন একটি স্প্যাম মেইলের পোস্টমরটেম করি। অর্থাৎ এর এনাটমি (গঠন) নিয়ে বিশ্লেষন করি।
spam_mail_postmortem.png
উপরে একটি স্প্যাম মেইল এর স্ক্রীনশট ছবি তুলে ধরা হয়েছে। এক এক করে আমরা এর চিহ্নিত জায়গাগুলোকে নিয়ে কথ বলব
প্রেরক: এর নাম পড়তে গিয়েই আপনি প্রথম হোঁচট টা খাবেন। আপনি এমন কোন নামের সম্মুখীন হবেন, যার জন্য আপনি কখনই প্রস্তুত নন। সেটি শুধুমাত্র কম্পিউটার এর কাছেই অর্থবহ, আপনার কাছে নয়। এখানে সবচেয়ে লক্ষনীয় বিষয় হল বেশির ভাগ ক্ষেত্রে প্রেরকের নামের সবগুলো অক্ষর বড় হাতের (capital letter) অক্ষরে লেখা থাকে।
ই-মেইল ঠিকানা: "eieeeyuuyuioeeiiay@fleetlease.com" স্পষ্টতই ভাওতাবাজী! একটু লক্ষ করলেই বুঝবেন @ চিহ্নের পূর্ব পর্যন্ত যে অক্ষর গুলো ব্যবহার করা হয়েছে তা কীবোর্ডের বাম দিকের কী গুলো থেকে শুরু হয়ে ডান দিকে গেছে । স্প্যামার স্প্যাম ছড়ানোর আগে নিজের আঙুলের অবাধ ব্যবহার করেছে , এটা ই-মেইল অ্যাড্রেসটির দিকে লক্ষ্য করলে যে কেউ বলে দিতে পারবেন।
বিষয়: চিত্রে উপস্থাপিত মেইলটির বিষয়ে (subject), ব্যবহৃত ভুল বানান টি স্প্যাম এর একটি অন্যতম প্রধান চরিত্রের প্রকাশক। আর একটি লক্ষনীয় বিষয় হল আপনি একটি স্প্যাম এর বিষয় দেখে কোনভাবেই এর উদ্দেশ্য সম্পর্কে কোন প্রকার ধারনা করে পারবেন না। এটি স্প্যামারদের তৈরী, স্প্যাম ফিল্টারকে ধোকা দেয়ার একটি উপায়।
ছবি: স্প্যাম মেইল গুলোতে টেক্স এর চেয়ে ছবি বেশি থাকে। এটা স্প্যাম ফিল্টারেক ধোকা দেয়ার আরো একটি উপায়। স্প্যাম খোলার আগ পর্যন্ত কেউ বুঝতে পারেনা যে এর ভেতরকার বিষয়বস্তুটি আসলে কি?
উপরের মেইলে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি হাঙ্গেরি ভিত্তিক কোন সার্ভার থেকে কল করা হয়েছে । সার্ভারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। এটাই হয়ত স্প্যামারেদর এই সার্ভারকে বেছে নেয়ার মূল কারন। কারণ,স্প্যামাররা কোন অবস্থাতেই নিজের পকেট থেকে একটি পয়সা ও খরচ করতে রাজি নয়। ছবি দেয়ার আর একটি চালাকি হল, সচল ই-মেইল একাউন্ট গুলোকে খুঁজে বের করা আর্থাৎ কে কে মেইলটি ওপেন করে। কারন, সচল একাউন্টে স্প্যাম পাঠালেই তাদের কিছু আয় হবার সম্ভাবনা থাকে।
কোম্পানী এবং ওয়েবসাইটের লিংক : এই স্প্যামটিতে যে সাইটের লিংক টি দেওয়া হয়েছে সেই কোম্পানিটি wisconsin তে অবস্থিত। এই সম্পর্কে ইন্টারনেটে খোজঁ করে জানা যায় যে এরা মূলত একাধীক জালিয়াতীর সাথে জড়িত যারা মূলত ধোকাবাজীমূলক,ড্রাগ ও অন্যান্য পন্যের প্রচারের সাথে জরিত। আর এর সাইটের নেট এড্রেসটি খুবই পরিচিত একটি স্প্যামের উৎস। ধারনা করা হয় যে yambo financial spam gang এর সদস্যরা এটি ব্যবহার করে ।
অতিরিক্ত লেখা: স্প্যামাররা তাদের স্প্যামে সবসময় অতিরিক্ত, অতিরঞ্জিত এবং অনেক অবাঞ্ছিত কথার ব্যবহার করে থাকে। এর মাধ্যমে তারা মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানের ফিল্টার সিস্টেমকে ধোকা দিয়ে থাকে। তারা যে কোন জায়গা থেকে ইচ্ছ্মত এইসমস্ত লেখা তুলে দিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবেনা।
সবেচেয় লক্ষ করা প্রয়োজন যে বিষয়টিতে, তা হল, স্ক্রীনশট এ ব্যবহৃত মেডিসিন বিক্রির কথাটি শুধুমাত্র ম্যাসেজের ছবিটিতে ই প্রদর্শিত হয়েছে। এ ব্যপারে মেসেজের আর কোথাও কোন ব্যাপক আলোচনা করা হয়নি।

স্প্যাম মেইলে ক্যাটেগরি

স্প্যাম মেইল গুলোকে সাধারনত নিম্নোক্ত কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা যায়
সেবা মূলক -------------------- 25%
অর্থনৈতিক--------------------- 20%
পর্নোগ্রাফী--------------------- 29%
স্বাস্থ্য বিষয়ক------------------- 7%
ইন্টারেনট ভিত্তিক-------------- 7%
অবসর বিষায়ক---------------- 6%
অন্যান্য------------------------ 7%

স্প্যাম মেইলের ভবিষ্যৎ

এখন অবশ্য আনলিমিটেড মেইল স্পেস আর উন্নত ফিল্টারিং কারনে স্প্যামের দৌরাত্য প্রথম দিকের মত নেই। কিন্তু বসে আছে কী স্প্যামাররা? আর নিত্য নতুন কৌশল আর প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত কাজ করেই চলছে। দিন যতই যাচ্ছে স্প্যামিং সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে এবং ২০১০ সাল নাগদ তা হয়ত প্রায় চার গুণ হবে।
আশা করি স্প্যাম মেইল নিয়ে আমার এ টিউন আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে।

স্প্যাম মেইলের পোস্টমরটেম



ccleaner_feature.pngপ্রতিদিন আমাদের PC তে আমাদের অজান্তেই জমা হয় হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল। টেমপোরারি ইন্টারনেট ফাইল, অকেজো কুকি, অকেজো ও অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক। ফলাফল slow পিসি আর প্রিয় পিসি টিকে বকাঝকা। উইন্ডোজের অন্যান্য বিল্টইন ইউটিলিটি এর মত Disk Cleanup Utility টি এসব junk ফাইল ঠিক মত ক্লিন করতে পারে না। কিছুটা দায় সারার মত কাজ করে আর কি। তাই পরিস্কার পরিচ্ছনতার এই কাজের জন্য প্রয়োজন একটি দক্ষ সফটওয়্যারের। Piriform এর তৈরি এরকমই একটি ফ্রিওয়্যার এর নাম CCleaner.

পরিচ্ছন্ন পিসি CCleaner দিয়ে


কোন প্রোগাম (সফটওয়্যার) ইনষ্টল করলে তা এ্যাড রিমুভে দেখা যায়, যেখান থেকে আনইনষ্টল করা যায়। আর সহজে বোঝা যায় সিস্টেমে কোন কোন প্রোগ্রাম ইনষ্টল করা আছে। কিন্তু আপনি চাইলে এ্যাড রিমুভ থেকে ইচ্ছামত কিছু প্রোগ্রাম লুকিয়ে রাখতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর (রানে গিয়ে regedit লিখে এন্টার করে) খুলে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall এ যান। এবার যে প্রোগ্রামটি লুকিয়ে রাখতে চান সেটি নির্বাচন করে ডানের DisplayName এ দুইবার ক্লিক করে প্রোগ্রামটির নাম (ক্যাপশন) মুছে ফেলুন। তবে অনেক সময় এখানে কিছু কিছু প্রোগ্রামের নাম দেখা যায় না। তখন উপরের কোড নির্বাচন করে ডানের DisplayName নাম দেখে বুঝে নিন এবং DisplayName এর ক্যাপশন মুছে দিন। তাহলে সেটি আর এ্যাড রিমুভে তা দেখা যাবে না। আপনি চাইলে DisplayName এর ক্যাপশন মুছে অন্য নাম লিখে দিলে এ্যাড রিমুভে নতুন নাম দেখাবে।

Internet Download Manager v5.12



Dear Friends
Download the most powerfull software for downloading files from internet

Features
Internet Download Manager (IDM) is a tool to increase download speeds by up to 5 times, resume and schedule downloads. Comprehensive error recovery and resume capability will restart broken or interrupted downloads due to lost connections, network problems, computer shutdowns, or unexpected power outages. Simple graphic user interface makes IDM user friendly and easy to use.Internet Download Manager has a smart download logic accelerator that features intelligent dynamic file segmentation and safe multipart downloading technology to accelerate your downloads. Unlike other download managers and accelerators Internet Download Manager segments downloaded files dynamically during download process and reuses available connections without additional connect and login stages to achieve best acceleration performance.

So don't wait click the below link nd download the software with registration
http://rapidshare.com/files/158764801/Internet_Download_Manager_v5.15_by_bivrat.rar
Free

Internet Download Manager 5.15



Dear Friends
You can use this software for download many things from internet so easyly nd also u can pause files when u want.
In addition, DAP searches for mirrors and implements the downloads from the best or most responsive mirrors. It is configured by default to automatically Integrate into your Explorer or Netscape browser when it is installed, and to self-activate eachtime a download is performed.
No further configuration or action is required on your part - simply use your browser to access the desired site, click on the download file, and respond to the self-explanatory DAP dialogs that appear.Advanced options enable you to tailor the operation and responses of the application to your needs. You can choose to trigger specific responses such as messages, queue update, closing the application, and disconnecting after the download is completed or is not available.
DAP is fully integrated into the browser, providing the best possible performance from ANY Internet connection, broadband and narrowband (cable, DSL / ADSL, T1, dial-up etc.).
DAP will allow you to benefit from a faster and more reliable download experience, optimize your download performance, and help you to recover interrupted downloads. DAP is available in two versions: a Free version (ads. supported) and a Premium version (with a richer set of features and no ads.).
download this software from below link with registraion

http://rapidshare.com/files/163651989/Download_Accelerator_Plus_8.7.0.0_by_bivrat.zip
Free

Download Accelerator Premium 8.7.0.0



dear people
sometimes forgot or mising serial number so
there
u can find here the serial number for office 2007 apllication and suite
http://rapidshare.com/files/100273571/Office_2007_aplication_and_office_suite_by_bivrat.zip

if u want to genuine download it
http://rapidshare.com/files/108497504/Make_Windows_-_Office_Genuine_by_bivrat.zip


Free

windows Office 2007(Genuine)


Licence Manager Pro v6.16 Signed may be is in archive but i didnt find itHere is Licence Manager Pro v6.16 Signed official release

http://rapidshare.com/files/187191690/Licence_Manager_Pro_v6_1_.17_Signed_by_bivrat.rar

Free

Licence_Manager_Pro_v6_1_.17


Popular Posts