background img

The New Stuff

`আসসালামু আলাইকুম।ব্লগার ভাইয়েরা কেমন আছেন?অনেকদিন টিউন করা হয়নি তাই ক্ষমাপ্রার্থী।ইনশাআল্লাহ,প্রতিদিন টিউন করার চেষ্টা করবো।আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হচ্চেঃ HTML search BOX


HTML SEARCH BOX

HTML SEARCH BOXএর কাজ কি?

বেশ কয়েকদিন পর ব্লগার টিউটোরিয়ালটা আবার লিখলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচটি সুন্দর সার্চ বক্স, যা আপনার ব্লগের জন্য কাজে লাগবে। আশা করি আপনাদের ভাল লাগবে। আসুন তাহলে শুরু করা যাক।
প্রথমে Blogger Dashboard >> Layout >> Add a Gadget থেকে HTML/Javascript Select করুন।
তারপর নিচের যেকোনো একটি Search Box পছন্দ করে তারপর কোডটি Paste করে দিন।

অনেকদিন পর আবার ব্লগ নিয়ে লেখালেখি শুরু করলাম। আশা করি সবাই ভাল আছেন। ব্লগপোস্টের কমেন্ট ফর্মটা খুবই সাদামাটা। একটু ডিজাইন করলে অনেক সুন্দর দেখাবে এটি। আজকে যে ডিজাইনটি দেব সেটি দেখতে ঠিক এরকমঃ



আজকে আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা ওয়েব সাইট প্রকাশ করতে পারবেন ফ্রী। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। চলুন দেখি আজকের টিউন-
উক্ত ওয়েব সাইটটিতে আপনি অন্য ওয়েব সাইটে (টাকা দিয়ে যে ওয়েব সাইট প্রকাশ করেন) যে সুবিধা পান, তার সব গুলি ভোগ করতে পারবেন। এই ওয়েব সাইটে প্রথমে রেজিষ্ট্রশন করতে হবে। তারপর বিভিন্ন ট্যাগ আছে, যা আপনি ইডিট করে আপনার ওয়েব সাইট সাজাতে পারেন। এই ওয়েব সাইটে নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করা খুবই সহজ। আসুন কাজ করে দেখি-
http://www.webs.com
কেমন লাগল কমেন্ট করবেন।
ধন্যবাদ।

লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছোট হয় যে এগুলোকে ডোমেইনের মত মনে হয়।
  • 01. http://www.biz.ly এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly । এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 02. http://i.am এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবা http://www.i.am/yourName । এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ
    ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 03. http://www.dom.ir এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir ।(কোন বিঙ্গাপন থাকবেনা)
  • 04. http://www.freedomain.co.nr এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr । তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।
  • 05. http://www.dot.tk । এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk । তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিঙ্গাপন দিবে।
  • 06. এখন যেটি বলব এটি বহুল ব্যবহৃত সাইট । http://www.co.cc । এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc । সাটটিতে রেজিষ্ট্রশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিঙ্গাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে।
তাহলে আর দেরি কেন ফ্রি ডোমেইন গুলোর মধ্যে বেছে নিন আপনারটা।

আমরা যারা পিসি ব্যবহার করি, তারা কোন না কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু সব অ্যান্টিভাইরাস এর কার্য ক্ষমতা এক রকম নয়। কিছু অ্যান্টিভাইরাস যেমন নর্টন, ক্যাস্পারস্কী, ম্যাকাফি, ভাল Protection দিবে, কিন্তু সাথে সাথে আপনার পিসি কে Slow করে দিবে।
তাই আমাদের দরকার এমন একটি অ্যান্টিভাইরাস, যেটা আমাদের পিসিকে Slow করবে না, কিন্তু অনেক ভাল Protection দিবে।
ঠিক এমন-ই একটি অ্যান্টিভাইরাস হল ESET Smart Security, এটা কোন ভাবে পিসি কে Slow করবে না, যে  কোন  সন্দেহজনক  সাইটকে  স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেয়, খুব সহজে স্প্যাম মেইল ধরতে পারে, সর্বোপরি ESET আপনার পিসি কে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম।
তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ESET এর নতুন ভার্সন ESET Smart Security 7(beta) And With Free Serial Keys..

ওয়েবসাইট এর ট্রাফিক পাওয়া বা এডসেন্স এর কাজে যাই বলুন না কেন,এর জন্য আমাদের ঘাম ঠিকই ঝরাতে হয়।ওয়েবসাইট এর যে সব কাজ আমরা করে থাকি তার মধ্য search engine submission খুবই গুরুত্বপুর্ন।
আমরা সাধারনত Google বা Yahoo তে ওয়েবসাইট সাবমিট করার কথা জানি।কিন্তু আপনি যদি এক সাথে এগুলো সহ আরও ২০টি জনপ্রিয় search engine এ আপনার ওয়েবসাইট সাবমিট করতে পারেন তাহলে কেমন হবে?
হ্যা,আজ আমি আপনাদের সেই রকম একটি টিপস দিব।প্রথমে এখানে ক্লিক করুন।তারপর একটি পেজ আসবে।এখানে কতগুলো search engine এর লিস্ট পাবেন।আপনি চাইলে এখান থেকে এক এক করে সাবমিট করতে পারেন।


1
অনলাইনে যে কোন ওয়েব পেজকে বা ব্লগলেখাকে PDF ফাইল আকারে সেভ করা খুব সহজ ও ফ্রি একটি সার্ভিস।আপনার ওয়েবসাইটের বা ব্লগের ভিজিটরদের জন্য আপনি আপনার সাইটে "Save Page as PDF" এই বাটনটি যুক্ত করতে পারেন।এতে করে আপনার ওয়েবসাইটের অনেক গুরুত্বপুর্ন তথ্য আপনার ভিজিটররা খুব সহজে PDF ফাইল আকারে সেভ করতে পারবে।আর এই বাটনটি যুক্ত করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।প্রথমে যে কাজ করতে হবে তা হল আপনাকে এখানে ক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে তা পূরন করে Web2PDF সাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।রেজিস্ট্রশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগইন করে আপনার প্রয়োজনীয় আকারে পছন্দ মত মাপ দিয়ে আপনার ওয়েবপেজের বা ব্লগের জন্য বাটন তৈরী করে নিতে হবে।যখন আপনার বাটনের জন্য প্রয়োজনীয় মাপ দেয়া হয়ে যাবে তখন আপনি "Generate the JavaScripts" বাটনে ক্লিক করুন।এর পর আপনার তৈরি ওয়েবসাইটে বা ব্লগে যুক্ত করার জন্য "Save Page as PDF" বাটনের কোড পেয়ে

আমাদের মাঝে অনেকেই জিমেইল একাউন্ট ব্যাবহার করে, বর্তমানে ই-মেইল ব্যাবহারীদের বেশীরভাগই জিমেইল ব্যাবহার করে। এর সুবিধাগুলো সহজেই আকৃষ্ট করে ব্যাবহারকারীদের। যারা নিয়মিত অনলাইনে থাকেন করেন তাদের জন্য মেইল চেক করা ফেসবুক/টুইটারে যুক্ত থাকা অবশ‌্যকীয় একটি কাজ। আপনি এখন জিমেইল থেকেই গ্যাজেটের মাধ্যমে ফেসবুক আপডেট পাবেন, ফেসবুক ওয়াল, আপনার প্রোফাইল, সকল পোষ্ট দেখতে পাবেন এবং ফেসবুকে পোষ্ট দিতে পারবেন। টুইটার একাউন্টের সকল আপডেটও পাবেন গুগল গ্যাজেটের মাধ্যমে আপনার জিমেইল একাউন্টেই।

বর্তমানে প্রায় প্রতিটি ওয়েবসাইটেই সোশ্যাল শেয়ারিং বাটন ও উইজেট লক্ষ্য করা যায়। কারন ওয়েবসাইটের একটি ভার্চুয়াল সামাজিক অবস্থান তৈরি করা ও ভিজিটর বৃদ্ধি করতে এটি এখন প্রায় অপরিহার্য। এ সমস্ত শেয়ারিং বাটনের মধ্যে Facebook Like, Digg, Twitter, Google +1 এর ব্যবহার সবচেয়ে বেশি। আর এর সবগুলো সাইটই ইংরেজি ভাষা ভিত্তিক, আবার কিছু কিছু সোশ্যাল শেয়ারিং সাইটে বাংলা সাপোর্ট করে না। তাই এবার আপনার ওয়েব সাইটে যুক্ত করুন সম্পূর্ন বাংলা ভাষা ভিত্তিক সোশ্যাল বুকমার্কিং ও সোশ্যাল নিউজ শেয়ারিং ওয়েবসাইট বার্তা ভুবনের ভোট বাটন ও বুকমার্ক বাটন।

যে কারণে আপনি আপনার ওয়েবসাইটে বার্তা ভুবনের ভোট বাটন ও বুকমার্ক বাটন যুক্ত করবেন-


Popular Posts