background img

The New Stuff

W3 schools::অসাধারণ এক টিউটোরিয়াল সাইট

আমরা অনেকেই web programming like HTML,CSS,PHP,JAVA,MYSQL,ASP ইত্যাদী ভাষা অনেক টাকা খরচ করে শিখেছি আবার অনেকে টাকার জন্য শিখতে পারতেছিনা .আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যার সাহায্যে আপনি খুব সহজেই এইসব ভাষা শিখতে পারবেন.w3schools অসাধারণ এক সাইট.আমি নিজে এই সাইট থেকে শিখেছি। এবার তাহলে w3school এর প্রধান ফিচার গুলো নিয়ে আলোচনা করি::
  • এই ওয়েবসাইটটি ফ্রী ওয়েবসাইট
  • এই সাইটে প্রায় সকল ধরনের web programming language এর tutorial রয়েছে
  • নিজস্ব EDITOR রয়েছে আপনি সাথে সাথে edit করে output দেখতে পারবেন
  • প্রতিটি অধ্যায় উদাহারন সহ বিস্তারিত ভাবে দেওয়া আছে
  • forum এ আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন
  • example দেখে দেখে শিখতে পারবেন
  • প্রতিটি বিষয়ের উপর QUIZ দিতে পারবেন
  • আপনি ইচছা করলে internet এর সাহায্যে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট ও অর্জন করতে পারবেন তবে এর জন্য আপনাকে $59 দিতে হবে.
এখানে ক্লিক করে w3schools এ যান। আশা করি আপনাদের এই সাইটটি ভালো লাগবে।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Welcome!

Popular Posts