background img

The New Stuff

আপনি হয়ত অনেক জায়গায় অনেক কম্পিউটার হতে আপনার ফেসবুকে লগ ইন করেছেন,হয়ত ভুলে ভুলে লগ আউট না করেও বেরিয়ে আসতে পারেন,হয়ত বিদ্যুৎ চলে গিয়েছিল।এমন ও তো হয় যে আমাদের ফেসবুকে লগ ইন করা মোবাইল হারিয়ে গেছে।সুতরাং আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখন অনিরাপদ ।
আপনি আপনার অনাকাংকিত ফেসবুক থেকে লগ আউট করতে  account setting>security>active sessions    এ গিয়ে অনেক ডিভাইস হতে লগ ইন করা আছে দেখতে পারবেন,যেগুলো হতে লগ আউট করতে চান সেগুলতে  end activity ক্লিক  করুন।


এটা আমার প্রথম টিউন । আমার পরিক্ষা শেষ হলে আমি নিয়মিত লিখব ইনশাআল্লাহ । জানি না আপনাদের কেমন লাগবে । তবে ভাল লাগলে আমার পরিস্রম সারথক হবে।
আমরা সকলেই ফেসবুক থেকে ছবি সেভ করি। একটা একটা করে ছবি সেভ না করে যদি আপনি একবারে পুর আল্বাম একবারে সেভ করতে পারেন তাহলে কেমন হয় । হা আপনি এই কাজটা firefox এর একটা addons ব্যব্যহার করে করতে পারেন। এই addons টা আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442/developers/roadblock
1
Install করা হলে । তারপর আপনি যে Album Download করতে চান তার উপরে Right button Click ক্লিক করুন। তারপর Download Album with facePAD এ Click করুন
4
তারপর picture মত Maximize এ click করেন
5
6
এখন দেখুন Dasktop এ Album টির ছবি গুলো পাবেন ।
lutfar
আপনারা ভাল থাকবেন এই কামনাই আমি টিউনটি শেষ করছি। ভাল লাগ্লে জানাবেন । আল্লাহ-হাফেয।
অনেক সময় আমরা আমাদের গ্রুপ খুজে পাই পাই না । মৌসুম রেজা ভাই এর উত্তর দিতে গিয়ে আমি এটি সংযক করলাম । ভাই আপনি আপনার গ্রুপ খুজে পেতে প্রথমে চিত্রের মত করে Application থেকে group এ ক্লিক করুন ।
untitled

তাহলে আপনি আপনার এবং আপনার বন্ধুদের তইরি করা গ্রুপ পেয়ে জাবেন । ধন্যবাদ ।

uu.jpg
অনলাইনে html code ব্যবহার করে সরাসরি রেজাল্ট দেখা যায় এমন সাইট হয়তো অনেকেরই জানা নেই । html -এর অনলাইলনে এমনি একটি স্কুল রয়েছে, যেখানে আপনি সরাসরি html code টাইপ করে অথবা কপি পেষ্ট করে কোডের রেজাল্ট দেখতে পারেন । html সম্পর্কে যারা একেবারে নুতন তারও এখানে প্রেকটিজ করতে পারেন । এই লিংকটিতে ক্লিক করলে দুটো ঘর দেথা যাবে । বামপাশের ঘরে html code টাইপ অথবা কপি পেষ্ট করে edit and click me>> বাটনে ক্লিক করুন । ডানপাশের ঘরে কোডের রেজাল্টটি দেখা যাবে । http://www.w3schools.com এটি হচ্ছে মূল সাইট । এখানে html code সম্পর্কে রয়েছে বিস্তারিত আলোচনা ।

অনলাইন HTML SCHOOL


উইন্ডোস ২০০০, ২০০৩ ও এক্সপি ( ভিস্তা ছাড়া ) অপারেটিং সিস্টেমে ফায়ারফক্স ১.৫ ও ২.০ তে complex language scripts ইন্সটল করা ছাড়া ঠিক মত ইউনিকোড বাংলা পড়া যায় না।
firefox3beta-1.png
এবং কোন ইনপুটিং সফটওয়্যার বা অনলাইন ইউনিকোড লেখন পদ্ধতি ব্যবহার করে বাংলা ঠিক মত লেখাও যায় না। উভয়ক্ষেত্রে একই সমস্যা। যুক্তাক্ষর গুলো যুক্ত হয় না এবং কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণের আগে পরে চলে যায়।
firefox3beta-2.png
তাছাড়া ফায়ারফক্সে ১.৫ ও ২-তে বাংলা সংক্রান্ত আরও একটি সমস্যা হচ্ছে বাংলা লেখা justify করলে অথবা CSS এর letter-spacing property apply করলে যুক্তাক্ষর গুলো ভেঙ্গে যায় কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণ থেকে আলাদা হয়ে পড়ে।
firefox3beta-5.png
web developer toolbox ব্যবহার করে text justify করার পর ফায়ারফক্স ২ এ
firefox3beta-4.png
web developer toolbox ব্যবহার করে letter-spacing: 2px দেওয়ার পর ফায়ারফক্স ২ এ
ফায়ারফাক্স -৩ এ এই সব গুলো সমস্যার সমাধান করা হয়েছে সেই সাথে দেওয়া হয়েছে বাংলার জন্য পরিপূর্ণ সার্পোট। অর্থাৎ উইন্ডোসে complex language script ইন্সটল করা না থাকলেও ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট বা লেখা অনায়াসে পড়া যাবে। আর সবচেয়ে দারুন ব্যাপার হচ্ছে ফায়ারফক্স -৩ এ রয়েছে বাংলা URL Encoding। এই প্রথম কোন ব্রাউজারে বাংলা URL Encoding যুক্ত হল। এর ফলে URL -এ কোন বাংলা শব্দ থাকলে তা ভেঙ্গে আর হিজিবিজি হয়ে যাবে না। http://techtunes.com.bd/category/প্রতিবেদন এটি অন্য যে কোন ব্রাউজারের এড্রেসবারে টাইপ করলে ‘প্রতিবেদন’ শব্দটি ভেঙ্গে URL Encoded হয়ে হিজিবিজি
%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8
দেখাবে। আর ফায়ায়ফক্স -৩ তে বাংলা যা যেরকম টাইপ করেছেন তেমনই থাকবে।
firefox3beta-8.png
ফায়ারফক্স ২তে
firefox3beta-6.png
ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এ
firefox3beta-7.png
ফায়ারফক্স ৩ বেটা ৫ এ
পরীক্ষা করতে চাইলে এখনই ফায়ারফক্সের বেটা ভার্সন নামিয়ে নিতে পারেন।
যদিও ফায়ারফক্স-৩ এখন তার বেটা কাল পার করছে, এর পূর্ণ সংস্করণ বাংলার জন্য আশীর্বাদ হয়েই আসবে। মনে হয় এভাবেই একদিন বাংলার সুদিন এসে যাবে। আর কে জানে একদিন হয়ত এ বাংলায় লেখতে পারব http://টেকটিউনস.কম.বিডি
পরিশেষে যেসব বাঙ্গালি ছেলে গুলো বাংলার জন্য এভাবে কাজ করে যাচ্ছে তাদের সালাম।
আপনিও কী আমার মত বাংলা কম্পিউটিং এর স্বপ্ন দেখেন? মন্তব্যে অংশ নিন।


ফায়ারফক্স এখন বাংলাতে


ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। প্রত্যেক মুসলমানকে যেমন যাকাত সম্পর্কে বিশ্বাস করতে হবে তেমনই যাদের (ধনীদের) উপরে যাকাত ফরজ করা হয়েছে তাদের যাকাত আদায় করতে হবে। পবিত্র আল-কোরআন থেকে বিভিন্ন আয়াতের উদ্দৃতি দিয়ে এই ওয়েবসাইটে যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাকাত শিক্ষা এবং ইসলাম ও কোরআন সম্পর্কে জ্ঞান আরোহনের জন্য মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (মক্কা) এই ওয়েবসাইট উপস্থাপন করেছে।
 site_zakat.jpeg
এই সাইটে যাকাত সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং সম্পদ ও হিসাবের পদ্ধতি, যাকাত প্রদানের খাত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। আমরা আমাদের বিভিন্ন ধরণের সম্পত্তি থাকার পরেও আমরা সঠিক ধারণা পায়না আমাদের কি পরিমান যাকাত দিতে হবে, তবে এই ওয়েবসাইটের মাধ্যমে স্থাবর ও অস্থাবর (ব্যাক্তিগত ও ব্যাবসায়িক) সম্পত্তি বা নগত টাকা থেকে কি পরিমাণ যাকাত দিতে হবে তার হিসাব করা যাবে যাকাত ক্যালকুলেটর থেকে। যাকাত বিষয়ে জানতে ও যাকাতের হিসাব করতে বাংলা ও ইংরেজী ভাষাতে প্রকাশিত http://www.zakatguide.org ওয়েবসাইট দেখতে পারেন।

যাকাত সম্পর্কিত ওয়েবসাইট


ওয়েবসাইট বর্তমান প্রজন্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যক্তিগত প্রয়োজনে কিংবা প্রাতিষ্ঠানিক কাজে ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। একটি ওয়েবসাইট আপনার প্রতিষ্ঠানকে পরিচিত করাতে পারে সমগ্র বিশ্বের সাথে অন্য যে কোনো উপায়ের চেয়ে দ্রুত ও সহজে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই প্রজন্মে ওয়েবসাইটই পারে আপনার প্রতিষ্ঠানের তথ্যাদি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ওয়েবসাইট। এসব সাইটের একেকটি একেক ধরনের উদ্দেশ্যে তৈরি। এগুলোর কোনোটা ব্যক্তিগত, কোনোটা প্রাতিষ্ঠানিক। ইচ্ছা করলে আপনিও আপনার প্রতিষ্ঠানের কিংবা একান্তই আপনার ব্যক্তিগত একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে আমরা জানি ওয়েবসাইট তৈরি করা একটি ব্যয়সাপেক্ষ ব্যাপার। প্রথমে আপনার সাইটের জন্য প্রয়োজন হবে নিজস্ব নাম যাকে ডোমেইন বলা হয়ে থাকে। এই ডোমেইনটি আপনাকে কিনতে হবে। এখানেই শেষ নয়। ডোমেইন ক্রয়ের পর আপনাকে হোস্টিংয়ের জন্যও দ্বারস্থ হতে হবে বিভিন্ন কোম্পানির। হোস্টিং হচ্ছে একটি জায়গা বা স্থান যেখানে আপনার সাইটের কন্টেন্ট যেমন ছবি, অডিও-ভিডিও ইত্যাদি সংরক্ষিত থাকে। এই হোস্টিংয়েও রয়েছে বিভিন্ন ধরণের প্ল্যান। সর্বনিম্ন ২০ মেগাবাইট থেকে শুরু করে বিভিন্ন সাইজের হোস্টিং কিনতে পারবেন আপনি। ডোমেইন ও হোস্টিং পেলে তারপরই আপনি আপনার সাইট প্রকাশ করতে পারবেন।
কিন্তু ইন্টারনেটে এমন কিছু সেবাদাতা ওয়েবসাইট আছে যারা আপনাকে সহজেই ওয়েবসাইট তৈরির সুযোগ দেবে। ওয়েবসাইট তৈরিতে সাধারণত কোডিংয়ের প্রয়োজন হয় কিন্তু এসব সেবার মাধ্যমে আপনি কোনোপ্রকার কোডিং ছাড়াই আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। শুধু এতটুকুই নয়, এইসব সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আপনাকে বিনামূল্যে সাইট তৈরি করার সুযোগও দেবে। তবে সেসব সেবায় অবশ্য কিছু সীমাবদ্ধতা আছে। যেমন, আপনাকে সাবডোমেইন দেয়া হবে, আপনার সাইটে বিজ্ঞাপন দেয়া হতে পারে ইত্যাদি। তো, আসুন জেনে নিই তেমন কিছু জনপ্রিয় ও বিখ্যাত সেবাদাতা প্রতিষ্ঠানের কথা।
ফিফটি ওয়েবস (http://www.50webs.com/)
প্লেইন এইচটিএমএল দিয়ে তৈরি ওয়েবসাইট হোস্ট করার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সেবাদাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফিফটি ওয়েবস। ফিফটি ওয়েবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে নো অ্যাডস বা কোনো বিজ্ঞাপন না দেয়া। সাধারণ কোডিংয়ে তৈরি (যেমন ফ্রন্টপেজ ব্যবহার করে তৈরি ওয়েবসাইট) সাইট হোস্টিংয়ের জন্য অনন্য একটি সার্ভিস হচ্ছে ফিফটি ওয়েবস। ফিফটি ওয়েবসের প্রিমিয়াম ও ফ্রি উভয় ধরণের সেবাই আছে। যেহেতু আমরা বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, তাই আসুন জেনে নিই ফিফটি ওয়েবসের ফ্রি ওয়েব হোস্টিং পরিকল্পনায় কী কী আছে।
ফিফটি ওয়েবস ব্যবহার করলে আপনি পাবেন সর্বোচ্চ ৬০ মেগাবাইট পর্যন্ত জায়গা। বিজ্ঞাপণমুক্ত পরিবেশে সাইট নির্মাণের সুবিধা প্রদানকারী এই সার্ভিসে আপনি আপনার ফাইল আপলোড করার জন্য পাবেন একটি এফটিপি অ্যাকাউন্ট যাতে এক্সেস নেয়া যাবে যে কোনো কম্পিউটার থেকে। আনলিমিটেড ব্যান্ডওয়াইডথ ও পপ-থ্রি সার্ভার ছাড়াও ফিফটি ওয়েবস ব্যবহারকারীরা পাবেন সহজ কন্ট্রোল প্যানেল ও ওয়েবভিত্তিক ফাইল ম্যানেজার। এছাড়াও ছোটখাট সম্পাদনার জন্য রয়েছে বিখ্যাত এডিটর। এছাড়াও প্রতিটি অ্যাকাউন্টের সাথে পাবেন একটি করে ইমেইল অ্যাকাউন্ট। ফিফটি ওয়েবসে অ্যাকাউন্টের জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি প্ল্যানে সাইন আপ বাটনে ক্লিক করুন। তারপর ইউজ এ সাবডোমেইন এ টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন এবং প্রদর্শিত ফরমটি সঠিকভাবে পূরণ করুন। লক্ষ্য করুন, ফিফটি ওয়েবসে সাইট তৈরি করার পর আপনাকে একটি সাবডোমেইন দেয়া হবে। যেমন : http://yoursitename.50webs.com/
ফ্রি হোস্টিয়া (http://www.freehostia.com)
ফ্রি হোস্টিয়া হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য অনন্য একটি সেবা। যারা ওয়েবসাইট তৈরিতে একটু অ্যাডভান্সড, যারা পিএইচপি দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান কিংবা যারা সিএমএস জুমলা, দ্রুপাল কিংবা ব্লগ ইঞ্জিন ওয়ার্ডপ্রেস, মুভেবল টাইপ ইত্যাদি ইন্সটল করে ব্যবহার করতে চান, তাদের জন্য ফ্রি হোস্টিয়া হচ্ছে পারফেক্ট একটি সার্ভিস। প্রায় সবধরণের সুবিধাসম্পন্ন এই সার্ভিসের আওতায় আপনি পাবেন একটি সাবডোমেইন ও ২৫০ মেগাবাইট জায়গা। কোনো সেটাপ ফি নেই এবং মাসিক ব্যান্ডওয়াইডথ হচ্ছে ৫ গিগাবাইট। সর্বোচ্চ দশটি সাবডোমেইন রেজিস্টার করতে পারবেন আপনি ফ্রি হোস্টিয়া ব্যবহার করে এবং একটি মাইএস.কিউ.এল ডাটাবেস পাবেন যার সর্বোচ্চ ধারণক্ষমতা হবে ১০ মেগাবাইট। পপ-থ্রি অ্যাকাউন্ট পাবেন তিনটি এবং এফটিপি অ্যাকাউন্ট পাবেন একটি। এছাড়াও আপনি ফ্রি হোস্টিয়ার ব্যবহারবান্ধব ওয়েববেসড ফাইল ম্যানেজারও ব্যবহার করতে পারবেন সহজেই। ৯৯.৯% আপটাইমের গ্যারান্টিসহ ফ্রি হোস্টিয়ার সবচেয়ে জনপ্রিয় সেবা হচ্ছে ফ্রি স্ক্রিপ্ট ইন্সটলেশন। সাধারণত জুমলা বা ওয়ার্ডপ্রেস জাতীয় ইঞ্জিন ইন্সটল করতে হলে আপনাকে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে মূল ফাইলটি ডাউনলোড করতে হবে এবং ডিকম্প্রেস করার পর এফটিপি ক্লায়েন্স ব্যবহার করে আবার তা আপলোড করতে হবে আপনার এফটিপিতে। কিন্তু ফ্রি হোস্টিয়া ব্যবহারকারীদের এই ঝামেলা নেই। একটি ক্লিকের বিনিময়েই আপনি বিখ্যাত ব্লগ ইঞ্জিন ওয়ার্ডপ্রেস, টেক্সটপ্যাটার্ন, মুভেবল টাইপ, বি২ইভ্যুলেশন ইত্যাদি, সিএমএস জুমলা, দ্রুপাল, ওপেন রিয়েলটি, নিউক্লিয়াস ইত্যাদিসহ প্রায় ৩৪টি বিভিন্ন ধরণের ইঞ্জিন ইন্সটল করতে পারবেন। ফ্রিহোস্টিয়ায় ওয়েব হোস্ট করলে আপনার সাইটে কোনো বিজ্ঞাপণ প্রদর্শন করা হবে না। ফ্রিহোস্টিয়ায় আপনি ফিফটি ওয়েবসের মতই সাবডোমেইন পাবেন। আপনার সাবডোমেইন হবে এরকম: http://aisajib.freehostia.com। তবে ফ্রিহোস্টিয়ায় যদি আপনি সাইট তৈরি করেন, তাহলে আপনাকে প্রতি বছর আপনার অ্যাকাউন্টকে নবায়ন তথা রিনিউ করে নিতে হবে।
জাইমিক ফ্রি হোস্টিং (http://www.zymic.com/)
ফ্রি হোস্টিয়ার মত জাইমিক ফ্রি হোস্টিংও একটি জনপ্রিয় ওয়েব ডেভেলপিং সেবা যেখানে আপনি প্রফেশনাল ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। জাইমিক প্রিমিয়াম সার্ভিসের পাশাপাশি বিনামূল্যের সেবায় আপনাকে দিবে ৫০০০ মে.বা. এর এক বিশাল স্পেস। পিএইচপি মাইএডমিন ও ৫টি মাইএসকিউএল ডাটাবেসের সুবিধা সম্বলিত জাইমিক ফ্রি হোস্টিংয়ে সাবডোমেইনে যত ইচ্ছে ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এটি ফ্রি হোস্টিয়ার মত কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা এই জাতীয় ইঞ্জিন সাপোর্ট করে তবে এক্ষেত্রে আপনাকে অন্য একটি এফটিপি ক্লায়েন্ট ব্যবহার করতে হবে। এছাড়াও ছোটখাট সম্পাদনা, ফাইল আপলোড বা ডিলিটের জন্য জাইমিকের আছে ওয়েববেসড ফাইল ম্যানেজার। মাইএসকিউএল ডাটাবেস সেটিংসের জন্যও আছে ওয়েববেসড মাইএসকিউএল ম্যানেজমেন্ট সুবিধা। আপনার সাইটের স্ট্যাটিস্টিকস সম্বন্ধে আপনাকে আপডেটেড রাখার জন্য জাইমিকের আছে নিজস্ব ওয়েবকাউন্টার, ওয়েবএলাইজার যা আপনার সাইট কতজন ব্যবহারকারী ভিজিট করেছেন তা সম্বন্ধে তথ্য প্রদর্শন করবে। যারা প্রফেশনাল ওয়েব হোস্টিং করতে চান তাদের জন্য জাইমিক হতে পারে সঠিক সেবা। সবচেয়ে মজার ব্যাপার হলো এতকিছুর বিনিময়েও জাইমিক আপনার সাইটে কোনো বিজ্ঞাপণ প্রদর্শন করবে না। অর্থাৎ, আপনার সাইট হবে ঠিক তেমনই, যেমনটা আপনি চান। কোনো বাড়তি বিজ্ঞাপণ আপনার সাইটকে দৃষ্টিকটু করবে না। যদিও জাইমিকে সিএমএস বা এজাতীয় ইঞ্জিন ইন্সটল করার সহজ কোন সুবিধা নেই, তবুও ৫০০০ মেগাবাইটের ওয়েবস্পেস ও মাসিক ৫০,০০০ মেগাবাইট ডাটা ট্রান্সফারের সুবিধা সম্বলিত জাইমিক ফ্রি হোস্টিং সত্যিই অসাধারণ একটি সেবা। জাইমিক ফ্রি হোস্টিংয়ে হোস্ট করা সাইটের ঠিকানা হবে এমন: http://yoursitename.vndv.com/
ইয়াহু জিওসিটিস (http://geocities.yahoo.com)
বিখ্যাত প্রতিষ্ঠান ইয়াহুতে অ্যাকাউন্ট নেই এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর। ইমেইল সুবিধার জন্যই হোক, কিংবা ইয়াহু মেসেঞ্জারে বন্ধুদের সাথে চ্যাট করার জন্যই হোক, ইয়াহুতে অ্যাকাউন্ট মোটামুটি সবারই আছে। ইয়াহুকে অনেকেই একটি ইমেইল সেবদানকারী প্রতিষ্ঠান হিসেবে জানলেও মূলত ইয়াহুর আছে অনেক অনেক সেবা। ওয়েবসাইট ডেভেলপিংয়ের জন্যও আছে ইয়াহুর সার্ভিস। এমনকি আপনি চাইলে বিনামূল্যেও সাইট তৈরি করতে পারেন ইয়াহুর ফ্রি ওয়েব ক্রিয়েটিং সেবা, জিওসিটিস এর মাধ্যমে। যারা মোটামুটি একটি সাইট তৈরি করতে চান কোনো প্রকার কোডিং ছাড়াই, তাদের জন্য জিওসিটিস একটি ভালো সেবা হতে পারে। যদিও জিওসিটিস মাত্র ১৫ মেগাবাইট জায়গা দেয়, তবুও প্রাথমিকভাবে আপনি ইয়াহু জিওসিটিস ব্যবহার করে দেখতে পারেন। ইয়াহু জিওসিটিসে সাইট নির্মাণ করলে আপনার সাইটের ঠিকানা হবে http://www.geocities.com/youryahooid
গুগল সাইটস (http://sites.google.com)
ইয়াহুর মত গুগলেরও আছে সহজে কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়া সাইট নির্মাণের সেবা। বলা বাহুল্য, ইয়াহু জিওসিটিসের চেয়ে গুগলের ওয়েব ডেভেলপিং সেবা বেশি জনপ্রিয়। গুগলের এই সেবার নাম ছিল গুগল পেজ ক্রিয়েটর। জিমেইল আইডি ব্যবহার করে ব্যবহারকারীরা আকর্ষণীয় ওয়েবসাইট নির্মাণ করতে পারতেন। কিন্তু সম্প্রতি গুগল গুগল সাইটস নামে নতুন একটি সেবা চালু করেছে। গুগল সাইটসে আপনি আপনার জিমেইল আইডি ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি পাবেন ১০০মেগাবাইট জায়গা, সম্পূর্ণ বিনামূল্যে। গুগল সাইটসে আপনি শুধু প্রাথমিকভাবে শেখার জন্যই নয়, প্রয়োজনীয় সাইটও নির্মাণ করতে পারেন খুব সহজে। এর সহজ ও সুন্দর ইন্টারফেসে আপনি গুগল নির্ধারিত টেমপ্লেটের উপর সাইট নির্মাণ করতে পারবেন। গুগল সাইটসের রয়েছে ২৩টি আকর্ষণীয় থিম যা আপনার সাইটের সৌন্দর্য্য বহুগুণে বৃদ্ধি করে দিবে। গুগল সাইটসে আপনি একাধিক সাইট নির্মাণ করতে পারবেন। আপনার সাইটের ঠিকানা হবে : http://sites.google.com/site/yoursitename। প্রতিটি সাইটে আপনি একাধিক পৃষ্ঠা তৈরি করতে পারবেন। সাব-পৃষ্ঠা তৈরি করতে পারবেন। এছাড়াও সাইটের সাইডবারে ওয়েবসাইটের সাম্প্রতিক কার্যক্রম, কোনো নির্দিষ্ট দিনের জন্য কাউন্টডাউন, নেভিগেশন কিংবা কিছু টেক্সট লিখে উইজেট আকারে রাখা যাবে। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এই সাইট কারা কারা সম্পাদনা করতে পারবে বা কে কে দেখতে পারবে সেটা নির্ধারণ করে দিতে পারেন। এছাড়াও আপনি আপনার নিজের অন্য কোনো ঠিকানাতেও এই সাইটটি
প্রদর্শন করতে পারেন।
সব মিলিয়ে গুগল সাইটস নতুন সাইট নির্মাতাদের জন্য অসাধারণ একটি সেবা। আপনি ইচ্ছে করলে গুগল সাইটস ব্যবহার করে ব্যক্তিগত বা অন্য কোনো উদ্দেশ্যে আকর্ষণীয় সাইট নির্মাণ করতে পারেন। উল্লেখ্য, গুগল সাইটস সম্পূর্ণ নতুন একটি সেবা বলে এখনো অনেক সুবিধা এতে এখনো যুক্ত হয়নি যা আগের গুগল পেজ ক্রিয়েটরে ছিল। গুগলের মতে, অতি শীঘ্রই গুগল সাইটসের জন্য যুক্ত করা হবে কার্যকরী ও প্রয়োজনীয় সব সুবিধা।
ফ্রিসার্ভারস (www.freeservers.com)
কোডিংয়ের অভিজ্ঞতা বা সাইট নির্মাণের দক্ষতা ছাড়াই ওয়েবসাইট তৈরি করার আরেকটি জনপ্রিয় সেবাদাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রিসার্ভারস। ফ্রিসার্ভারসের ফ্রি প্ল্যানের আওতায় আপনি পঞ্চাশ মেগাবাইট জায়গার উপর দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মাসিক ১ গিগাবাইট ব্যান্ডওয়াইডথের এই সেবায় আপনি পাবেন ফাইল ম্যানেজার, কাউন্টার, সাইট ভিজিটরের মন্তব্য গ্রহণের জন্য গেস্টবুক, সহজে সাইট তৈরি করার জন্য সাইট বিল্ডার, সাইট কপিয়ার, ওয়েবরিং ইত্যাদি। তবে ফ্রিসার্ভারসে সাইট তৈরি করলে আপনার সাইটে বিজ্ঞাপণ প্রদর্শন করবে ফ্রিসার্ভারস। এছাড়া যে ইমেইল ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করবেন, সে ইমেইলে নিয়মিত বিজ্ঞাপণ আসার ঝামেলা তো রয়েছেই। তবে সব মিলিয়ে মোটামুটি একটি সাইট নির্মাণের জন্য ফ্রিসার্ভারস ব্যবহার করে দেখতে পারেন।
ওয়েবসাইট প্রযুক্তির এক অনন্য আবিষ্কার। আপনি সম্পূর্ণ একটি অফিসের কাজ সেরে নিতে পারেন সাধারণ একটি ওয়েবসাইট দিয়ে। এছাড়াও ওয়েবসাইটের রয়েছে অসংখ্য ব্যবহার ও উপকারিতা। তাই উপরের পাঁচটি সাইট থেকে পছন্দমতো সেবা বেছে নিয়ে আপনিও তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট, বিনামূল্যে। আর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে সবসময় রাখুন এক ধাপ আগে।

 
নতুন বাংলা ওয়েব সাইট - খোলা জানালা এতে আপনি IT ভিত্তিক সবকিছু পাবেন। সাথে পাবেন ৭ জিবি এর একটি ইমেইল এড্রেস পুরোপুরি ফ্রি। আরও পারবেন লেটেস্ট বাংলা ও হিন্দি গান ডাউনলোড করতে, ওয়ালপেপার, রিংটোন, সফটওয়্যার, হ্যাকিং সফটওয়্যার সহ নানা কিছু। অসংখ্য কনটেন্টে ভরপুর এই ওয়েব পোর্টালটি। এবং সবকিছুই ফ্রি!! এই ওয়েবসাইটটির ওয়াপসাইটও রয়েছে। ফলে মোবাইল কনটেন্ট সমূহ ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল থেকেও। এড্রেসটি হচ্ছে wap.khola-janala.com

নতুন বাংলা ওয়েবসাইট


সম্প্রতি http://www.banglatips.com নামে নতুন বাংলা কম্পিউটার টিউটোরিয়াল বিষয়ক ওয়েবসাইট চালু করা হয়েছে। এই সাইটে রয়েছে গ্রাফিক্স,ওয়েব ডিজাইনিং, ডাটাবেস সিস্টেম, অপারেটিং সিস্টেম ও অন্যান্য বিষয়ে উপর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল।

সাইটটির বাংলা এবং ইংরেজী উভয় ভার্সন রয়েছে। এই সাইটে  প্রতিদিন কমপক্ষে দুইটি নতুন টিউটোরিয়ার পাবলিশ করা হয়। তাই দেরী না করে দেখে নিন সাইটটি কেমন।

বিভিন্ন সফটওয়্যারের উপর টিউটোরিয়ালের বিশাল কালেকশন রয়েছে এই সাইটে। কিছু ডেমো দেখতে পারবেন, তবে সম্পূর্ণটা দেখার জন্য বা ডাউনলোড করার জন্য মেম্বার হতে হতে হবে।
লিংক: http://www.vtc.com/showall-cd.htm

সফটওয়্যারে টিউটোরিয়াল সাইট


Popular Posts