আপনি হয়ত অনেক জায়গায় অনেক কম্পিউটার হতে আপনার ফেসবুকে লগ ইন
করেছেন,হয়ত ভুলে ভুলে লগ আউট না করেও বেরিয়ে আসতে পারেন,হয়ত বিদ্যুৎ চলে
গিয়েছিল।এমন ও তো হয় যে আমাদের ফেসবুকে লগ ইন করা মোবাইল হারিয়ে
গেছে।সুতরাং আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখন অনিরাপদ ।
আপনি আপনার অনাকাংকিত ফেসবুক থেকে লগ আউট করতে account setting>security>active sessions এ গিয়ে অনেক ডিভাইস হতে লগ ইন করা আছে দেখতে পারবেন,যেগুলো হতে লগ আউট করতে চান সেগুলতে end activity ক্লিক করুন।


আপনি আপনার অনাকাংকিত ফেসবুক থেকে লগ আউট করতে account setting>security>active sessions এ গিয়ে অনেক ডিভাইস হতে লগ ইন করা আছে দেখতে পারবেন,যেগুলো হতে লগ আউট করতে চান সেগুলতে end activity ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
Post a Comment
Welcome!