উইন্ডোস ২০০০, ২০০৩ ও এক্সপি ( ভিস্তা ছাড়া ) অপারেটিং সিস্টেমে
ফায়ারফক্স ১.৫ ও ২.০ তে complex language scripts ইন্সটল করা ছাড়া ঠিক মত
ইউনিকোড বাংলা পড়া যায় না।

এবং কোন ইনপুটিং সফটওয়্যার বা অনলাইন ইউনিকোড লেখন পদ্ধতি ব্যবহার করে বাংলা ঠিক মত লেখাও যায় না। উভয়ক্ষেত্রে একই সমস্যা। যুক্তাক্ষর গুলো যুক্ত হয় না এবং কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণের আগে পরে চলে যায়।

তাছাড়া ফায়ারফক্সে ১.৫ ও ২-তে বাংলা সংক্রান্ত আরও একটি সমস্যা হচ্ছে বাংলা লেখা justify করলে অথবা CSS এর letter-spacing property apply করলে যুক্তাক্ষর গুলো ভেঙ্গে যায় কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণ থেকে আলাদা হয়ে পড়ে।

web developer toolbox ব্যবহার করে text justify করার পর ফায়ারফক্স ২ এ

web developer toolbox ব্যবহার করে letter-spacing: 2px দেওয়ার পর ফায়ারফক্স ২ এ
ফায়ারফাক্স -৩ এ এই সব গুলো সমস্যার সমাধান করা হয়েছে সেই সাথে দেওয়া হয়েছে বাংলার জন্য পরিপূর্ণ সার্পোট। অর্থাৎ উইন্ডোসে complex language script ইন্সটল করা না থাকলেও ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট বা লেখা অনায়াসে পড়া যাবে। আর সবচেয়ে দারুন ব্যাপার হচ্ছে ফায়ারফক্স -৩ এ রয়েছে বাংলা URL Encoding। এই প্রথম কোন ব্রাউজারে বাংলা URL Encoding যুক্ত হল। এর ফলে URL -এ কোন বাংলা শব্দ থাকলে তা ভেঙ্গে আর হিজিবিজি হয়ে যাবে না। http://techtunes.com.bd/category/প্রতিবেদন এটি অন্য যে কোন ব্রাউজারের এড্রেসবারে টাইপ করলে ‘প্রতিবেদন’ শব্দটি ভেঙ্গে URL Encoded হয়ে হিজিবিজি
%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8
দেখাবে। আর ফায়ায়ফক্স -৩ তে বাংলা যা যেরকম টাইপ করেছেন তেমনই থাকবে।

ফায়ারফক্স ২তে

ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এ

ফায়ারফক্স ৩ বেটা ৫ এ
পরীক্ষা করতে চাইলে এখনই ফায়ারফক্সের বেটা ভার্সন নামিয়ে নিতে পারেন।
যদিও ফায়ারফক্স-৩ এখন তার বেটা কাল পার করছে, এর পূর্ণ সংস্করণ বাংলার জন্য আশীর্বাদ হয়েই আসবে। মনে হয় এভাবেই একদিন বাংলার সুদিন এসে যাবে। আর কে জানে একদিন হয়ত এ বাংলায় লেখতে পারব http://টেকটিউনস.কম.বিডি ।
পরিশেষে যেসব বাঙ্গালি ছেলে গুলো বাংলার জন্য এভাবে কাজ করে যাচ্ছে তাদের সালাম।
আপনিও কী আমার মত বাংলা কম্পিউটিং এর স্বপ্ন দেখেন? মন্তব্যে অংশ নিন।
এবং কোন ইনপুটিং সফটওয়্যার বা অনলাইন ইউনিকোড লেখন পদ্ধতি ব্যবহার করে বাংলা ঠিক মত লেখাও যায় না। উভয়ক্ষেত্রে একই সমস্যা। যুক্তাক্ষর গুলো যুক্ত হয় না এবং কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণের আগে পরে চলে যায়।
তাছাড়া ফায়ারফক্সে ১.৫ ও ২-তে বাংলা সংক্রান্ত আরও একটি সমস্যা হচ্ছে বাংলা লেখা justify করলে অথবা CSS এর letter-spacing property apply করলে যুক্তাক্ষর গুলো ভেঙ্গে যায় কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণ থেকে আলাদা হয়ে পড়ে।
web developer toolbox ব্যবহার করে text justify করার পর ফায়ারফক্স ২ এ
web developer toolbox ব্যবহার করে letter-spacing: 2px দেওয়ার পর ফায়ারফক্স ২ এ
ফায়ারফাক্স -৩ এ এই সব গুলো সমস্যার সমাধান করা হয়েছে সেই সাথে দেওয়া হয়েছে বাংলার জন্য পরিপূর্ণ সার্পোট। অর্থাৎ উইন্ডোসে complex language script ইন্সটল করা না থাকলেও ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট বা লেখা অনায়াসে পড়া যাবে। আর সবচেয়ে দারুন ব্যাপার হচ্ছে ফায়ারফক্স -৩ এ রয়েছে বাংলা URL Encoding। এই প্রথম কোন ব্রাউজারে বাংলা URL Encoding যুক্ত হল। এর ফলে URL -এ কোন বাংলা শব্দ থাকলে তা ভেঙ্গে আর হিজিবিজি হয়ে যাবে না। http://techtunes.com.bd/category/প্রতিবেদন এটি অন্য যে কোন ব্রাউজারের এড্রেসবারে টাইপ করলে ‘প্রতিবেদন’ শব্দটি ভেঙ্গে URL Encoded হয়ে হিজিবিজি
%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8
দেখাবে। আর ফায়ায়ফক্স -৩ তে বাংলা যা যেরকম টাইপ করেছেন তেমনই থাকবে।
ফায়ারফক্স ২তে
ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এ
ফায়ারফক্স ৩ বেটা ৫ এ
পরীক্ষা করতে চাইলে এখনই ফায়ারফক্সের বেটা ভার্সন নামিয়ে নিতে পারেন।
যদিও ফায়ারফক্স-৩ এখন তার বেটা কাল পার করছে, এর পূর্ণ সংস্করণ বাংলার জন্য আশীর্বাদ হয়েই আসবে। মনে হয় এভাবেই একদিন বাংলার সুদিন এসে যাবে। আর কে জানে একদিন হয়ত এ বাংলায় লেখতে পারব http://টেকটিউনস.কম.বিডি ।
পরিশেষে যেসব বাঙ্গালি ছেলে গুলো বাংলার জন্য এভাবে কাজ করে যাচ্ছে তাদের সালাম।
আপনিও কী আমার মত বাংলা কম্পিউটিং এর স্বপ্ন দেখেন? মন্তব্যে অংশ নিন।
0 মন্তব্য(গুলি):
Post a Comment
Welcome!