twinkle twinkle little star
how I wonder what you are..........
ছোটবেলায় যখন আমরা এই লাইনগুলো আওড়াতাম তখন আমাদের অনেকেই হয়ত ঘুনাক্ষরেও ভাবিনি যে জ্যোতির্বিজ্ঞান কোনদিন এতটা উন্নতি করবে। মহাকাশের অনেক কিছুই আমাদের সুস্পষ্ট ধারনার আওতায় চলে এসেছে ইদানিং।

how I wonder what you are..........
ছোটবেলায় যখন আমরা এই লাইনগুলো আওড়াতাম তখন আমাদের অনেকেই হয়ত ঘুনাক্ষরেও ভাবিনি যে জ্যোতির্বিজ্ঞান কোনদিন এতটা উন্নতি করবে। মহাকাশের অনেক কিছুই আমাদের সুস্পষ্ট ধারনার আওতায় চলে এসেছে ইদানিং।
সর্বাধুনিক প্রযুক্তি গুলো আমাদের জীবনকে করেছে সহজ যা আমাদের একটি
নতুন সুন্দর পৃথিবীর আশা দিচ্ছে । এই নতুন প্রযুক্তি গুলো জটিল অসুখ এর
নিরাময় থেকে শুরু করে পরিবেশগত ভারসাম্য রক্ষায় যেমন গুরুত্বপুর্ণ অবদান
রাখছে তেমনই আবার এই প্রযুক্তি গুলোর যথেচ্ছো ব্যবহার আমাদের জন্য ডেকে
আনছে মহাবিপদ । যেমন এই প্রযুক্তি গুলো ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের
কার্যক্রমের পরিধি এবং ভয়াবহতা বাড়িয়েছে বহুগুনে, মানুষের ব্যক্তিগত
গোপনীয়তা ব্যহত হচ্ছে। এমনকি এই গুলোর মাধ্যমে নতুন নতুন রোগের সৃষ্টি
হচ্ছে এবং পরিবেশের ক্ষতি করছে নিরবে, আমাদের অগোচরে । আমরা জানি সব
কিছুরই ক্রিয়া - পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবং প্রযুক্তির ক্ষেত্রে এটা আরো
বেশি প্রযোজ্য । এমনই কিছু প্রযুক্তি হচ্ছে --
একটি বিন্দু থেকে সব কিছুর সৃষ্টি। এখন থেকে ১৩·৭ বিলিয়ন বছর আগে
মহাবিশ্ব ছিল তার জন্মলগ্নে। বর্তমান পদার্থ বিজ্ঞানের বৈজ্ঞানিক ও
গণিতকদের অক্লান্ত পরিশ্রমে আমরা মহাবিশ্বেও ১০-৪৩ সেকেন্ড আগ পর্যন্ত
হিসেব করা সম্ভব হয়েছে। ধারনা করা হয় তখন মহাবিশ্বের আয়তন ছিল একটি পরমানুর
থেকেও ছোট এবং তাপমাত্রা ছিল কয়েক বিলিয়ন ডিগ্রি সেন্ট্রিগেড। এর ঠিক
১০-১৮ সেকেন্ডে সেই ছোট বিন্দুটি হারিয়ে ফেলে তার মহাকর্ষন শক্তি এবং
প্রসারিত হতে থাকে অসীম গতিতে চারদিকে।
কঠিন কথা আসলেই কঠিন। তাই বলে কঠিন জিনিসের জন্য মানুষ বসে থাকে না
কখনো।তাকে সহজভাবে বুঝার চেস্টা করে এগিয়ে নিয়ে যায় নতুনের দিকে।
বিজ্ঞানীরা অনেক বিষয়েই এড়িয়ে যান, এমন না যে তিনিতা জানেননা, কিন্তু
ব্যাপারটা হলো এমন যে জিনিসটা জানলেও এটা কতটুকু সত্য সেটা সম্পর্কে
সন্দিহান। জীবনটাকে অনেকে একটা পাজলের মতো বর্ণনা করেন, আসলেই জীবনটা একটা
বড় গোলক ধাধা। আর এই ধাধার উত্তর কিন্তু আছে মানুষের কাছে। তবু মানুষ
পারে না এসব ধাধার উত্তর দিতে কারন মানবজাতী খুবই কনফিউজড। সে সত্যের কাছে
এসেও দেখা যায় দিশেহারা।
২য় পর্ব
(এখানে একটা ব্যাপার পরিস্কার করে দেই যে লার্জ হ্যাড্রন কোলাইডার এখন জেনেভায় অলরেডী বসানো হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল লিনিয়ার কোলাইডার নিয়ে এখনও পরিকল্পনা চলছে। তবে বিজ্ঞানীরা আগে এলএইচসি নিয়েই কাজ করতে ইচ্ছুক বিধায় আইএলসি এর স্হাপনের ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই আপাতত। তবে এমনও হতে পারে আইএলসি পৃথিবীর বাইরে কোথাও স্হাপন করা হতে পারে।
(এখানে একটা ব্যাপার পরিস্কার করে দেই যে লার্জ হ্যাড্রন কোলাইডার এখন জেনেভায় অলরেডী বসানো হয়ে গেছে আর ইন্টারন্যাশনাল লিনিয়ার কোলাইডার নিয়ে এখনও পরিকল্পনা চলছে। তবে বিজ্ঞানীরা আগে এলএইচসি নিয়েই কাজ করতে ইচ্ছুক বিধায় আইএলসি এর স্হাপনের ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই আপাতত। তবে এমনও হতে পারে আইএলসি পৃথিবীর বাইরে কোথাও স্হাপন করা হতে পারে।
য়াচক্যাট ২.০ ফ্রি সফটওয়্যারের সাহায্যে সহজেই যে কোন চলন্ত প্রোগ্রাম
লুকিয়ে রাখা যাবে। সফটওয়্যারটি চালু করলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা
যাবে। আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সকল প্রোগ্রাম দেখা
যাবে। এবার যেটির উপরে ক্লিক করবেন সেই উইন্ডো লুকাবে। কিন্তু উক্ত
প্রোগ্রামের কাজ স্বাবাবিক ভাবে পটভুমিতে চলবে। আবার ফিরিয়ে আনতে হলে
আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে নিচের দিক থেকে উক্ত প্রোগ্রামের
আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। ১৪৭ কিলোবাইটের পোর্টেবল সফটওয়্যারটি
উইন্ডোজের সকল ভার্সনে চলবে।
সফটওয়্যারটি http://www.aplusfreeware.com/categories/LFWV/WatchCat.html সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
আরেকটি এখানে
সফটওয়্যারটি http://www.aplusfreeware.com/categories/LFWV/WatchCat.html সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
আরেকটি এখানে