background img

The New Stuff

প্রথমেই আপনাদের প্রতি রহিলো আমার সালাম “আচ্ছালামুআলাইকুম অরাহমাতুল্লাহি অ-বারকাতুহ্” । বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন, আর সেটাই আমার কাম্য ।
আজ আমি আপনাদের মাঝে যে টিউনটি নিয়ে এসেছি সেটি হলো Photo Verification এর কবল থেকে কিভাবে মুক্ত হবেন । কিছুদিন যাবত এ সমস্যাটি খুব বেশী দেখা যচ্ছে, তাই Photo Verification চাওয়ার পূর্বেই আপনি এ সমস্যার সমাধান করে ফেলুন ।কারন এটি সেটিং না করলে হয়তো দেখবেন এমন বন্ধুর Photo Verification চাচ্ছে যাকে আপনি খুব ভালোকরে চিনেন না । তাই যাদের খুব ভালো করে চিনেন/পরিচিত তাদের এড করুন আর Photo Verification নিয়ে নিশ্চিন্তে থাকুন ।নিচের ছবির মত সমস্যা হলেও যেন আপনি আপনার সমস্যার সমাধান খুব সহজেই করতে পারেন,সে জন্য আমার এ টিউন ।(কেউ যদি এর ভোক্তভোগি হয়ে থাকেন, তহলে এর সমাধান নিয়ে আমার পূর্বে একজন টিউন করেছেন সেটি দেখে নিবেন । তাই আমি এর সমাধান নিয়ে কিছু লিখলাম না)।


অনেক সময় নানা কারনে আমাদের ফেবু আইডি লক হয়ে যায়। তখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অথবা security question এর উত্তর দিয়ে আবার আইডি ফিরে পাওয়া যায়। কিন্তু এগুলো করে একবার আইডি ফেরত পাবার পর আবার লক হয়ে গেলে তখন Photo Verification করতে হয় যা খুবই বিরক্তিকর।

ফেসবুক আসলে এমনে একটি সামাজিক যোগাযোগের মাধ্যম যাতে আপনি আপনার আশেপাশের পরিবেশের পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু অনেকেই ফেসবুকে নতুন মানুষের সাথে পরিচিত হতে চায়। এর জন্য একজনের ফ্রেন্ডলিস্টে অনেক অপরিচিত মানুষ থাকে যাদের ছবি দেখে চেনা যায়না।

বাইপাস করুন ফেসবুকের PHOTO VERIFICATION




globe.jpg

































 দুনিয়াব্যাপী প্রতিক্ষণ মানুষ যাকে আকঁড়ে বেচেঁ থাকছে তার নাম প্রযুক্তি। ভেবে দেখুন তো প্রযুক্তি ছাড়া আমাদের একটি দিনও কি চলে? পৃথিবীতে এমন একটি মানুষ পাওয়া যাবে না যিনি প্রযুক্তি ছাড়া এক মুহূর্তও প্রযুক্তির বাইরে থাকতে পারছেন। কি ভ্রু কুঁচকে যাচ্ছে? একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। তারপর নিজেই উপরের কথার সাথে সায় না দিয়ে পারবেন না। আপনার জীবন ধারণের জন্যতো পানি অত্যাবশ্যক, তাই না? আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বিশুদ্ধ পানির জন্য আপনাকে অবশ্যই কোন কোন প্রযুক্তির সাহায্য নিতে হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত শক্তি
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং

কয়েক দিন হল এই ব্লগ আমি বানালাম এবং এখানে আমি যা পারি তাই নিয়ে ব্লগিং করি। আমার ব্লগিং করতে ভাল লাগে কিন্তু সময়ের অভাবে ব্লগিং করতে পারিনা। যায় হোক আমি এখানে যা ব্লগিং করি তা এখনো খুব জনপ্রিয়তা পায়নি কিন্তু একি দাশা আমার ব্লগের সকল লেখা কপি করে ফেলেছে কোন মামু এবং তার ব্লগের নাম দিয়েছে ডাউনলোড দুনিয়া আমি সেখানে ভিজিট করে দেখি আমার ব্লগ এ যে যে পোস্ট করেছি সেগুলো সব কপি করে পেস্ট করা এমনকি তার যে ক্যটাগরি গুলো আছে সেগুলো হুবহু আমার লিখা ক্যটাগরি। তো আমার রাগ কেন হবে না বলেন! তাই আজ আমি আমার এক ফ্রেন্ড এর কাছ থেকে সাহায্য চাইলাম এবং সে আমাকে দুইটা কোড (code) দিল আর আমি সেই কোড গুলো জাইগা মতো বসিয়ে দিলাম। এখন আমার ব্লগ টা থেকে রাইট ক্লিক ডিজেবল হয়ে গেছে এবং লিখা গুলো সিলেক্ট হচ্ছে (একবার দেখে আসতে পারেন আমার ব্লগ)। এখন আমি মোটামুটি খুশি কারন আমার ব্লগ এখন মোটামুটি সুরক্ষিত!

আজ টিউনের শেষ পর্ব । আশা করছি আগের পর্ব গুলো সবাই পড়েছেন এবং সবার ভালো লেগেছে । পুরো টিউনটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু । আর যত সমস্যা, সাহায্য, প্রশ্ন সব এই টিউনেই শেষ করে ফেলুন । কারণ এটি শেষ পর্ব :D এই সুযোগ আর পাবেন না ।
আজ আমি পুরো টিউনটির সারসংক্ষেপ লিখবো । যেন পুরো টিউনের মর্ম কথা বুঝতে পারেন । আছে শেষ কিছুয়া কথা এবং সব শেষে আমার সম্পর্কে কিছু কথা ।

প্রায় অনেকের এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসার একটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিন্তু অন্যান্য ডিভাইসে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। যেমন: ডেক্সটপে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছেন আপনি চাইলে আপনার মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে পিসি'তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ 'MHotSpot' ব্যাবহার করতে পারেন। এটি মাত্র ৫.৭ মেগাবাইট এবং ফ্রি টুলস্।

আমি আজ যে বিষয় টা নিয়ে লিখতে বসেছি তা হয়ত অনেকেই জানেন , তবে যারা ব্লগার নতুন ব্যবহার করছেন তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয় । MashableLike “Drag To Share” ব্লগস্পট ব্লগে যুক্ত করা । তো কথা না বারিয়ে কাজে আসা যাগ । আর তার জন্য নিচের টিপস টি অনুসরন করুন ।

আজ আমি যে বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগে প্রতি পোস্টে এবং পেজে ভিজিটর কাউন্টার যোগ করা। আমরা সাধারনত দেখেছি ব্লগস্পট ব্লগে ভিজিটর কাউন্টার যোগ করা হয় যা সকল পোস্টে একই ভিজিটর কাউন্টার দেখানো হয় ।কিন্তু এই গেজেটির মাধ্যমে ব্লগস্পট ব্লগে প্রতি পোস্ট কতবার দেখা হলো তা দেখা যাবে।


কেমন আছেন সবাই? আপনারা ঠিক মত টিউন পড়তে পারছেন তো? কোন কিছু বুঝতে সমস্যা হচ্ছে না তো? আর টিউন থেকে কিছু শিখতে বা জানতে পারছেন তো? কিন্তু আমি একটা জিনিস জানতে পারছি না :( টিউন আপনাদের ভালো লাগছে কিনা... তাই দেরি না করে ঝটফট আপনার মন্তব্য লিখে দিন :)
গত পর্বে হতাশা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি । আজ নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন ও উত্তর । প্রশ্ন গুলো আপনার মতই কিছু নতুনদের থেকে নেয়া হয়েছে । এর জন্য আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আর.আর ফাউন্ডেশন ও ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং গ্রুপের সকল সদস্য কে । তারাই আমাকে এই প্রশ্ন গুলো করেছে যেন এগুলোর উত্তর দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি । অনেকে একদম কিছুই জানেন না, অনেকে মোটামোটি জানেন, অনেকে আবার মোটামোটি ভাল জানেন । এমন সবার থেকেই প্রশ্ন নিয়ে বাছাই করে প্রায় ৩০ টির মত প্রশ্ন নিয়ে এসেছি এখানে ।
এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আগের টিউন গুলোতে বেশ বিস্তারিত ভাবে লিখেছি । তারপর ও এখানে ছোট করে উত্তর দিয়ে দিয়েছি । যদি বিস্তারিত উত্তর চান তবে পূর্বের টিউন গুলো পড়ুন, আর পূর্বের টিউন এ না পেলে কমেন্ট করুন । উত্তর দেয়ার চেষ্টা করবো ।
উত্তরে কিছু ভুল থাকতে পারে । কারণ আমি কোন বড় ওয়েব ডিজাইনার বা বেশ অভিজ্ঞ নই । গুগল এর সহায়তায় এবং নিজের স্বল্প জ্ঞান এ সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । অভিজ্ঞ রা ভুল গুলো দেখিয়ে দিবেন আশা করছি ।

Popular Posts