background img

The New Stuff



globe.jpg

































 দুনিয়াব্যাপী প্রতিক্ষণ মানুষ যাকে আকঁড়ে বেচেঁ থাকছে তার নাম প্রযুক্তি। ভেবে দেখুন তো প্রযুক্তি ছাড়া আমাদের একটি দিনও কি চলে? পৃথিবীতে এমন একটি মানুষ পাওয়া যাবে না যিনি প্রযুক্তি ছাড়া এক মুহূর্তও প্রযুক্তির বাইরে থাকতে পারছেন। কি ভ্রু কুঁচকে যাচ্ছে? একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। তারপর নিজেই উপরের কথার সাথে সায় না দিয়ে পারবেন না। আপনার জীবন ধারণের জন্যতো পানি অত্যাবশ্যক, তাই না? আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বিশুদ্ধ পানির জন্য আপনাকে অবশ্যই কোন কোন প্রযুক্তির সাহায্য নিতে হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত শক্তি
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট

বর্তমানে সারা বিশ্বে ৪৪১ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু আছে বা বিদ্যূৎ উৎপাদিত হচ্ছে এবং

কয়েক দিন হল এই ব্লগ আমি বানালাম এবং এখানে আমি যা পারি তাই নিয়ে ব্লগিং করি। আমার ব্লগিং করতে ভাল লাগে কিন্তু সময়ের অভাবে ব্লগিং করতে পারিনা। যায় হোক আমি এখানে যা ব্লগিং করি তা এখনো খুব জনপ্রিয়তা পায়নি কিন্তু একি দাশা আমার ব্লগের সকল লেখা কপি করে ফেলেছে কোন মামু এবং তার ব্লগের নাম দিয়েছে ডাউনলোড দুনিয়া আমি সেখানে ভিজিট করে দেখি আমার ব্লগ এ যে যে পোস্ট করেছি সেগুলো সব কপি করে পেস্ট করা এমনকি তার যে ক্যটাগরি গুলো আছে সেগুলো হুবহু আমার লিখা ক্যটাগরি। তো আমার রাগ কেন হবে না বলেন! তাই আজ আমি আমার এক ফ্রেন্ড এর কাছ থেকে সাহায্য চাইলাম এবং সে আমাকে দুইটা কোড (code) দিল আর আমি সেই কোড গুলো জাইগা মতো বসিয়ে দিলাম। এখন আমার ব্লগ টা থেকে রাইট ক্লিক ডিজেবল হয়ে গেছে এবং লিখা গুলো সিলেক্ট হচ্ছে (একবার দেখে আসতে পারেন আমার ব্লগ)। এখন আমি মোটামুটি খুশি কারন আমার ব্লগ এখন মোটামুটি সুরক্ষিত!

আজ টিউনের শেষ পর্ব । আশা করছি আগের পর্ব গুলো সবাই পড়েছেন এবং সবার ভালো লেগেছে । পুরো টিউনটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু । আর যত সমস্যা, সাহায্য, প্রশ্ন সব এই টিউনেই শেষ করে ফেলুন । কারণ এটি শেষ পর্ব :D এই সুযোগ আর পাবেন না ।
আজ আমি পুরো টিউনটির সারসংক্ষেপ লিখবো । যেন পুরো টিউনের মর্ম কথা বুঝতে পারেন । আছে শেষ কিছুয়া কথা এবং সব শেষে আমার সম্পর্কে কিছু কথা ।

প্রায় অনেকের এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসার একটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিন্তু অন্যান্য ডিভাইসে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। যেমন: ডেক্সটপে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছেন আপনি চাইলে আপনার মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে পিসি'তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ 'MHotSpot' ব্যাবহার করতে পারেন। এটি মাত্র ৫.৭ মেগাবাইট এবং ফ্রি টুলস্।

আমি আজ যে বিষয় টা নিয়ে লিখতে বসেছি তা হয়ত অনেকেই জানেন , তবে যারা ব্লগার নতুন ব্যবহার করছেন তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয় । MashableLike “Drag To Share” ব্লগস্পট ব্লগে যুক্ত করা । তো কথা না বারিয়ে কাজে আসা যাগ । আর তার জন্য নিচের টিপস টি অনুসরন করুন ।

আজ আমি যে বিষয় নিয়ে পোস্ট করব তা হলো ব্লগস্পট ব্লগে প্রতি পোস্টে এবং পেজে ভিজিটর কাউন্টার যোগ করা। আমরা সাধারনত দেখেছি ব্লগস্পট ব্লগে ভিজিটর কাউন্টার যোগ করা হয় যা সকল পোস্টে একই ভিজিটর কাউন্টার দেখানো হয় ।কিন্তু এই গেজেটির মাধ্যমে ব্লগস্পট ব্লগে প্রতি পোস্ট কতবার দেখা হলো তা দেখা যাবে।


কেমন আছেন সবাই? আপনারা ঠিক মত টিউন পড়তে পারছেন তো? কোন কিছু বুঝতে সমস্যা হচ্ছে না তো? আর টিউন থেকে কিছু শিখতে বা জানতে পারছেন তো? কিন্তু আমি একটা জিনিস জানতে পারছি না :( টিউন আপনাদের ভালো লাগছে কিনা... তাই দেরি না করে ঝটফট আপনার মন্তব্য লিখে দিন :)
গত পর্বে হতাশা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেছি । আজ নিয়ে এসেছি বেশ কিছু প্রশ্ন ও উত্তর । প্রশ্ন গুলো আপনার মতই কিছু নতুনদের থেকে নেয়া হয়েছে । এর জন্য আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আর.আর ফাউন্ডেশন ও ওয়ার্ডপ্রেস গ্রুপ এবং গ্রুপের সকল সদস্য কে । তারাই আমাকে এই প্রশ্ন গুলো করেছে যেন এগুলোর উত্তর দিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি । অনেকে একদম কিছুই জানেন না, অনেকে মোটামোটি জানেন, অনেকে আবার মোটামোটি ভাল জানেন । এমন সবার থেকেই প্রশ্ন নিয়ে বাছাই করে প্রায় ৩০ টির মত প্রশ্ন নিয়ে এসেছি এখানে ।
এর মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর আগের টিউন গুলোতে বেশ বিস্তারিত ভাবে লিখেছি । তারপর ও এখানে ছোট করে উত্তর দিয়ে দিয়েছি । যদি বিস্তারিত উত্তর চান তবে পূর্বের টিউন গুলো পড়ুন, আর পূর্বের টিউন এ না পেলে কমেন্ট করুন । উত্তর দেয়ার চেষ্টা করবো ।
উত্তরে কিছু ভুল থাকতে পারে । কারণ আমি কোন বড় ওয়েব ডিজাইনার বা বেশ অভিজ্ঞ নই । গুগল এর সহায়তায় এবং নিজের স্বল্প জ্ঞান এ সব গুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি । অভিজ্ঞ রা ভুল গুলো দেখিয়ে দিবেন আশা করছি ।

সবাইকে এই পর্বের টিউনে যাচ্ছি শুভকামনা । যারা কষ্ট করে সবগুলো টিউন পরছেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন । আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার টিউন গুলো পড়ার জন্য । টিউন গুলো পড়ে আপনারা বিন্দু মাত্র উপকৃত হলে আমার টিউন লেখা এবং আপনাদের টিউন পড়া উভয়ই সার্থক!

সবাই ভাল আছেন তো? যারা নিয়মিত আমার টিউন গুলো পরছেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো :) আশা করছি টিউন গুলো পড়ে আপনারা উপকৃত হচ্ছেন । আপনাদের ভাল লাগা না লাগা অবশ্যই মন্তব্বের মাধ্যমে যাবেন । আমার শুভ কামনা নিয়ে আজকের টিউন পড়া শুরু করুনঃ
গত টিউনে আমি ওয়েব ডিজাইন শেখার বেশ কিছু টিউটোরিয়াল দিয়েছি । আশা করছি সবাই টুকটাক ধারণা পেয়েছেন । এবং এও আশা করছি অনেকে শেখা শুরু করে দিয়েছেন । যারা শিখছেন, বা শেখা শুরু করেছেন, তাদের জন্য আজ আমি কিছু টিপস দিবো । কিভাবে আপনি দ্রুত শিখতে পারবেন । শেখার সময় কি কি করবেন এসব নিয়ে ।

Popular Posts