background img

The New Stuff

ইসলাম,নামাজ ও তাসাউফ শিক্ষার একটি ওয়েব সাইট বাহির হইছে। এখান থেকে ইসলামের ইতিহাস, পুরুষ ও মহিলাদের সঠিক ভাবে নামাজ আদায়ের চিত্র সহকারে বর্ননা । প্রয়োজনীয় সূরা এবং দোয়া, দান, যাকাত, হজ্ব, রোযা পালন এই সব কিছু বর্ননা নিয়ে এই সাইট।

http://www.intsbanglabook.com/
পড়ে দেখতে পারেন ভাল লাগবে আশা করি।

আমার  এই টিউনটি ইসলামিক বিষয়ক । logo2009.jpg
এই ওয়েব সাইটে যা পাবেন
nasheed         nasheed            quran     music
naseed        lectures           quran        music


 listen to quran  
listen quran
read the quran
read quran
download বিভাগে পাবেন  islamic sreeen
sever- software- picture- font  আরো অনেক কিছু  ,
link   http://www.jannah.com/
সুষ্ঠ ও সুণ্দর সমাজ এবং অশ্লীল বিহীন জীবনই আমাদের একান্ত কাম্য। জীবনকে চালাতে গেলে বিনোদন বিষয়টা সামনে আসবেই। তাই বলে বিনোদনের নামে আমরা যাকিছু তাই করতে পারিনা, বিনোদনটা সুন্দর হওয়া
অবশ্যই  বাঞ্চনীয়। তবে বিনোদনটা যারযার পার্সোনাল ব্যাপার ।আমি শুধু সত্যটাই বললাম। বাকীটা আপনাদের চিন্তা ।

একটি দারুন ইসলামিক ওয়েব সাইট


য়েব অথবা গ্রাফিক্স ডিজানের জন্য বিভিন্ন ধরনের আইকন ও বাটনের প্রয়োজন হয়। একই ধরনের আইকন দেখতে দেখতে আমরা অনেকেই বিরক্ত। ভিন্ন ধরনের আইকন ও বাটন ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও এগুলো কাজে লাগে। দারুন সব ফ্রী আইকন ও বাটন ডাউনলোড করতে পারেন IconFinder থেকে। এখানে গতানুগতিক সাধারন আইকন গুলোর পাশাপাশি ভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন ও বাটন পাবেন।
icon finder
প্রায় ১,১০,০০০ এর বেশি আইকন থেকে ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করে অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের আইকন। এটি মূলত একটি আইকন সার্চ ইঞ্জিন। সাইটে প্রবেশ করলে একটি সার্চবক্স দেখতে পাবেন। সেখানে একটি সার্চ টার্ম লিখে এন্টার চাপুন। এরপর আপনি নিচের মত একটি চিত্র দেখতে পাবেন। এখানে আমি twitter লিখে সার্চ করেছি।
এরপর এখান থেকে আপনার পছন্দের আইকন এ ক্লিক করলে ডাউনলোডের জন্য দুটি ফরমেট(.png .ico) এবং বিভিন্ন সাইজ(128, 48,16) দেখতে পাবেন। এছাড়াও একই রকম আরো কিছু আইকন দেখা যাবে নিচে।
এছাড়াও ব্রাউজ করে বিভিন্ন সেট থেকে আইকন খুঁজে নিতে পারবেন। ব্রাউজ বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মত দেখা যাবে। এখান থেকে যে কোন সেট এ ক্লিক করলে এর মধ্যকার আইকন সমূহ দেখা যাবে।
তাহলে আর দেরি কেন ? এখনি ডাউনলোড করুন ফাটাফাটি সব আইকন এবং বাটন IconFinder থেকে।
পূর্ব প্রকাশিত
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বাংলা

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ'র রহমতে সবাই ভালো আছেন। এখন আসি কাজের কথায়। আজ আমি আপনাদের একটি দারুন সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। সাইট টি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ইসলামীক ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন।
নিচের ঠিকানায় চলে যান
http://islamicstyle.al-habib.info/
সেই সাথে হাদিস শেখার যে সাইট সেটি ফেসবুকের একটি পেজ, ওটাতে লাইক করলেই পাবেন প্রতিদিন হাদিস আপনার প্রোফাইল পেজে।
আপনার ফেসবুক লগ ইন করে SAHIH HADITH PROTIDIN লিখে সার্চ দিন। যে পেজটি আসবে সেটি লাইক করুন।
সবাই কে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই ?নিশ্চই ভাল আছেন। আমিও ভালই আছি। আসল কথায় আসা যাক।
আপনার কোনো ফ্রেন্ড বা আত্নীয় স্বজন মারা গেলে তার যদি ফেফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তা বন্ধ করে দিতে পারেন। মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এই http://www.facebook.com/help/contact.php?show_form=deceased
ঠিকানায় যান । সেখানে একটি ফরম আছে, সেটি পৃরণ করে পাঠান । তাহলে ফেসবুক কতৃপক্ষ যাচাই করার পর ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে । তবে সাবাধান ভালো মানুষকে মানে জীবিত ব্যক্তিকে মেরে ফেলেন না। তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে।
ভালো থাবেন সবাই।

ফেসবুক এখন পৃথিবীর টক অফ দা টাইম, কারনে অকারনে মানুষ এখন সারাদিন ফেসবুকের সাথে থাকতে ভালবাসে । এই ফেসবুকই আবার হয়ে উঠে বিড়ম্বনর কারন । যদি আপনার তেমনি হয়ে থাকে তাহলে জেনে নিন কিভাবে বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট ।

Deactivate করুন Facebook একাউন্ট

একাউন্ট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে আগে Deactivate করে নিন আপনার Facebook একাউন্টটি ।
১. প্রথমে ফেসবুকে লগইন করে Settings > Account Settings > Deactivate Account তে যান । অথবা এই লিংকে যান ।
২. এবার আপনাকে একটি ফরম দ্বারা জিজ্ঞাস করা হবে কেন আপনি একাউন্ট ডিএ্যাকটিভেট করতে চান । ফরমটি পূরন করে Deactivate My account চাপুন ।
এবার আপনার একাউন্টটি Deactivate হয়ে যাবে । তবে এরপরও হয়ত আপনি ট্যাগ , ইনভাইটেশন ইত্যাদি পেতে থাকবেন । এগুলো থেকে মুক্ত হতে একেবারে ডিলেট করে দিন আপনার এ্যাকাউন্টটি ।

Delete করুন Facebook একাউন্ট

এবার ফেসবুকে লগইন করা অবস্থায় এই লিংকটিতে যান । এবং এবার একটি নোটিশ পাবেন যে , আপনার এ্যাকাউন্টটি ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । রাজি থাকলে Submit বাটানটি চেপে চিরদিনের জন্য ডিলেট করে দিন আপনার ফেসবুক একাউন্ট ।
সতর্কতা: আপনার এ্যাকাউন্টটি ডিএ্যাকটিভেট বা ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । তাই এগুলো ফলো করার আগে নিজে নিশ্চিত হয়ে নিন যে ভবিষ্যতে এগুলোর দরকর হবে না ।
মূল টিউটোরিয়াল: HowGeek এর

Popular Posts