background img

The New Stuff

মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিন !

কেমন আছেন সবাই ?নিশ্চই ভাল আছেন। আমিও ভালই আছি। আসল কথায় আসা যাক।
আপনার কোনো ফ্রেন্ড বা আত্নীয় স্বজন মারা গেলে তার যদি ফেফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তা বন্ধ করে দিতে পারেন। মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এই http://www.facebook.com/help/contact.php?show_form=deceased
ঠিকানায় যান । সেখানে একটি ফরম আছে, সেটি পৃরণ করে পাঠান । তাহলে ফেসবুক কতৃপক্ষ যাচাই করার পর ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে । তবে সাবাধান ভালো মানুষকে মানে জীবিত ব্যক্তিকে মেরে ফেলেন না। তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে।
ভালো থাবেন সবাই।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Welcome!

Popular Posts