background img

The New Stuff

সম্পূর্ন ফ্রীতে মোবাইল টু মোবাইল এবং মোবাইল টু পিসি ইন্টারনেট কল (আনলিমিটেড)

একবার ভেবে দেখুনতো আপনি দিন রাত আপনার প্রিয়জনের সাথে মোবাইলে কথা বলছেন অথচ আপনার কোনো খরচ হচ্ছে না! জি, ভাইয়েরা এটা সম্ভব। আমি আজকে এটা নিয়েই লিখছি। সফ্টটার নাম Fring.
Fring free call
আগেই বলে রাখি আপনার ও আপনার প্রিয়জন উভয়ের মোবাইলেই এই সফ্ট ইন্টল করতে হবে। এবং উভয়ের মোবাইলে Fring Call Support করতে হবে। Fring Support করে কিনা তা আপনি আগেই চেক করে নিন। আর যদি Fring Call Support নাও করে তবুও এটা মেসেন্জার হিসেবে কাজ করবে। এক সফ্ট দিয়ে সকল IM যেমন Yahoo, Msn, Skype, Sip, Aim, Icq, Google এমনকি Facebook ও ব্যবহার করতে পারবেন। আরও বলে রাখি, যেহেতু এটা ইন্টানেটের মাধ্যমে কল সেহেতু অবশ্যই আপনার এবং প্রিয়জনের আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে তা না হলে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো প্রচুর ইন্টারনেট Charge খাবে। আপনার ব্রডব্যান্ড কানেকশন কে মোবাইলে ব্যাবহার করার প্রক্রিয়া আমি কয়েকদিনের মধ্যে পোষ্ট করব। এই নিয়ম ব্যবহার করেও তখন আপনি কল করতে পারবেন।
http://www.fring.com/download/default_PC.asp
উপরের সাইটটাতে কম্পউটার দিয়ে ঢুকে আপনি আপনার সেটের নাম ও মডেল সিলেক্ট করলেই ডান পাশে সেটের একটা ছবি দেখাবে এবং তার নিচে (ছবিটির নিচে) যদি লেখা থাকে Fring Calls not Supported তাহলে বুঝবেন আপনার সেট দ্বরা call করা সম্ভব নয়। আর যদি কিছু লেখা না থাকে তাহলে বুঝবেন আপনার সেট দ্বরা call করা সম্ভব। আমার সেট হচ্ছে নকিয়া এন70. সেটের নাম ও মডেল নাম্বার দেবার পর আপনার একটা ইমেইল এড্রেস লিখে Submit করলে যে পেইজ আসলো সেখানে Download Fring Via Your PC তে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। মোবাইল দিয়ে ডাউনলোড করতে চাইলে m.fring.com এ ঢুকে Download ক্লিক করলেই ব্যাস, ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড হবার পর সফ্টটা ইন্সটল করবেন। ইন্সটল হবার পর সফ্টটা অটো ওপেন হবে। ওপেন হবার পর ইন্টারনেট এক্সেস চাবে। ইন্টারনেট পেলে এবার NEW তে ক্লিক করুন। User-ID, Nickname and Password দিয়ে Registration করার সাথে সাথেই লগ ইন হবে। এবার আপনার অন্যান্য IM এর Username & Password দিতে হবে। আপনার যদি না থাকে তবে আজই করে ফেলা ভাল। আমি এডভা্ইস দিব, MSN,Yahoo, Gmail,Skype এই চার জায়গায় ID খুলার জন্য। আগেই বলা উচিত ছিল যে, আপনি কল দিতে পারবেন কেবল MSN টু MSN, Fring id টু Fring id, Skype টু Skype/Skype টু any mobile(যারা স্কাইপি দ্বারা অর্থ ব্যয় করে কল দিবেন), SIP টু any mobile(যারা অর্থ ব্যয় করে কল দিবেন)।
বাকি কাজ আপনারা নিজেরাই করুন। না পারলে আমি তো আছিই। আপনারা যদি কল দেবার মত কাউকে না পান, অথবা Fring call এর মাধ্যমে মতামত দিতে চান তাই আমার ইমেইল এড্রেসগুলো নিচে দিচ্ছি।
Yahoo(chat only/call via pc): kalamfaim@yahoo.com
MSN id(call via pc/Fring free): kalamfaim@hotmail.com
Skype id(Call via pc/Fring free): kalam.faim
 Gmail:(only mail me): kalamfaim@gmail.com

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Welcome!

Popular Posts