background img

The New Stuff

একবার ভেবে দেখুনতো আপনি দিন রাত আপনার প্রিয়জনের সাথে মোবাইলে কথা বলছেন অথচ আপনার কোনো খরচ হচ্ছে না! জি, ভাইয়েরা এটা সম্ভব। আমি আজকে এটা নিয়েই লিখছি। সফ্টটার নাম Fring.
Fring free call
আগেই বলে রাখি আপনার ও আপনার প্রিয়জন উভয়ের মোবাইলেই এই সফ্ট ইন্টল করতে হবে। এবং উভয়ের মোবাইলে Fring Call Support করতে হবে। Fring Support করে কিনা তা আপনি আগেই চেক করে নিন। আর যদি Fring Call Support নাও করে তবুও এটা মেসেন্জার হিসেবে কাজ করবে। এক সফ্ট দিয়ে সকল IM যেমন Yahoo, Msn, Skype, Sip, Aim, Icq, Google এমনকি Facebook ও ব্যবহার করতে পারবেন। আরও বলে রাখি, যেহেতু এটা ইন্টানেটের মাধ্যমে কল সেহেতু অবশ্যই আপনার এবং প্রিয়জনের আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে তা না হলে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো প্রচুর ইন্টারনেট Charge খাবে। আপনার ব্রডব্যান্ড কানেকশন কে মোবাইলে ব্যাবহার করার প্রক্রিয়া আমি কয়েকদিনের মধ্যে পোষ্ট করব। এই নিয়ম ব্যবহার করেও তখন আপনি কল করতে পারবেন।
http://www.fring.com/download/default_PC.asp
উপরের সাইটটাতে কম্পউটার দিয়ে ঢুকে আপনি আপনার সেটের নাম ও মডেল সিলেক্ট করলেই ডান পাশে সেটের একটা ছবি দেখাবে এবং তার নিচে (ছবিটির নিচে) যদি লেখা থাকে Fring Calls not Supported তাহলে বুঝবেন আপনার সেট দ্বরা call করা সম্ভব নয়। আর যদি কিছু লেখা না থাকে তাহলে বুঝবেন আপনার সেট দ্বরা call করা সম্ভব। আমার সেট হচ্ছে নকিয়া এন70. সেটের নাম ও মডেল নাম্বার দেবার পর আপনার একটা ইমেইল এড্রেস লিখে Submit করলে যে পেইজ আসলো সেখানে Download Fring Via Your PC তে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। মোবাইল দিয়ে ডাউনলোড করতে চাইলে m.fring.com এ ঢুকে Download ক্লিক করলেই ব্যাস, ডাউনলোড শুরু হবে।
ডাউনলোড হবার পর সফ্টটা ইন্সটল করবেন। ইন্সটল হবার পর সফ্টটা অটো ওপেন হবে। ওপেন হবার পর ইন্টারনেট এক্সেস চাবে। ইন্টারনেট পেলে এবার NEW তে ক্লিক করুন। User-ID, Nickname and Password দিয়ে Registration করার সাথে সাথেই লগ ইন হবে। এবার আপনার অন্যান্য IM এর Username & Password দিতে হবে। আপনার যদি না থাকে তবে আজই করে ফেলা ভাল। আমি এডভা্ইস দিব, MSN,Yahoo, Gmail,Skype এই চার জায়গায় ID খুলার জন্য। আগেই বলা উচিত ছিল যে, আপনি কল দিতে পারবেন কেবল MSN টু MSN, Fring id টু Fring id, Skype টু Skype/Skype টু any mobile(যারা স্কাইপি দ্বারা অর্থ ব্যয় করে কল দিবেন), SIP টু any mobile(যারা অর্থ ব্যয় করে কল দিবেন)।
বাকি কাজ আপনারা নিজেরাই করুন। না পারলে আমি তো আছিই। আপনারা যদি কল দেবার মত কাউকে না পান, অথবা Fring call এর মাধ্যমে মতামত দিতে চান তাই আমার ইমেইল এড্রেসগুলো নিচে দিচ্ছি।
Yahoo(chat only/call via pc): kalamfaim@yahoo.com
MSN id(call via pc/Fring free): kalamfaim@hotmail.com
Skype id(Call via pc/Fring free): kalam.faim
 Gmail:(only mail me): kalamfaim@gmail.com

আমাদের মাঝে মাঝে কিছু সফ্টওয়্যারের প্রয়োজন পড়ে কিন্তু সফ্টওয়্যারের নাম না জানার দরুন তা গুগল এ সার্চ ও দেয়া যায় না। কিন্তু এখন থেকে আর এই সমস্যায় পড়তে হবে না। আপনি আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটি অতি সহজেই ডাউনলোড করতে পারবেন নিচের দেয়া সাইটগুলো থেকে সম্পূর্ন ফ্রীতে!!
http://www.tucows.com
http://www.softpedia.com
http://www.fiberdownload.com
http://www.filehippo.com
http://www.vista-files.org
http://www.coredownload.com
http://www.download25.com
http://www.accelerated-ideas.com
http://www.geardownload.com
http://www.download2pc.com
http://www.eurodownload.com
http://www.daolnwod.com
http://www.4pcsoft.com
http://www.softtester.com
http://www.softwarelode.com
http://www.cleansofts.com
http://www.downloadsofts.com
http://www.dailysofts.com
http://www.soft20.com
http://www.idownload.ws
http://www.bluechillies.com
http://www.redsofts.com
http://www.download32.com
http://www.download3k.com
http://www.filecluster.com
http://www.bestshareware.net
http://www.filesland.com
http://www.bestvistadownloads.com
http://www.lastdownload.com
http://www.convertzone.com
http://www.topshareware.com
http://www.yankeedownload.com
http://www.softarea51.com
http://www.filespack.com
http://www.ezesoftware.co.uk
http://www.softodown.com
http://www.5starsoft.com
http://www.softwareplaz.com
http://www.findmysoft.com
http://www.softsea.com
http://www.shareware4web.com
http://www.software.ivertech.com
http://www.padtube.com
http://www.softviewer.com
http://www.filebuzz.com
http://www.downbroad.com
http://www.pcwin.com
http://www.softwaregeek.com
http://www.xentrik.net
http://www.itshareware.com
http://www.sharewareupdate.com
http://www.downloadscafe.com
http://www.fivesign.com
http://www.filehungry.com
http://www.freevistafiles.com
http://www.stanleyhero.com
http://www.dltube.net
http://www.fileguru.com
http://www.freshshare.com
http://www.fileflash.com
http://www.freesafesoft.com
http://www.download3000.com
http://www.downloadtube.com
http://www.freesharewarecenter.com
finkia.com
http://www.x64bitdownload.com
http://www.bestsoftware4download.com
http://www.down64.com
http://www.supershareware.com
http://www.freedownload32.com
http://www.trialr.com
http://www.rosoftdownload.com
http://www.downloadready.com
http://www.123-free-download.com
http://www.filedudes.com
http://www.download.cnet.com
http://www.pcworld.com
http://www.onlyfreewares.com
http://www.kioskea.net
http://www.mytopfiles.com
http://www.fileforum.betanews.com
http://www.nonags.com
http://www.majorgeeks.com
http://www.toggle.com

যারা নিজেরা ওয়েবসাইট তৈরী করেন বা নিজের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট আছে, তারা এখন নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে আয়ের এক ভিন্নধর্মী পথ বেছে নিতে পারেন। ইন্টারনেটে এমন কিছু কোম্পানী আছে যারা আপনার সাইটে বিজ্ঞাপণ সরবরাহ করার বিপরীতে আপনাকে তাদের লাভের একটা অংশ দিবে। হাজারো ওয়েবসাইটের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ও জনপ্রিয় সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসেন্স। এই সার্ভিসটি গুগল অনেক আগে থেকেই দিয়ে আসছে এবং অনেকেই এটি ইতোমধ্যেই নিজেদের সাইটে ব্যবহার করে আয়-উপার্জনও করেছেন। একই সেবা প্রদান করার মত হাজারো কোম্পানী থাকা সত্ত্বেও গুগলকে টেক্কা দিতে পারেনি কেউ। কিন্তু স¤প্রতি অ্যাডব্রাইট নামক নতুন একটি কোম্পানী তাদের কার্যক্রম শুরু করেছে যা অল্পকিছুদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে এর অসাধারণ কিছু ফীচারের কারণে। আসুন, নতুন এই সেবা সম্বন্ধে খুঁটিনাটি জেনে নেয়া যাক।

অ্যাডব্রাইট মূলতঃ

বিজ্ঞাপণ গ্রহণ ও প্রদানকারী একটি কোম্পানী। গুগল অ্যাডওয়ার্ড ও গুগল অ্যাডসেন্সের সম্মিলিত রূপই হচ্ছে অ্যাডব্রাইট। পার্থক্য শুধু এই যে, একটি গুগলের এবং অন্যটি অ্যাডব্রাইটের। অ্যাডব্রাইটের সেবার আওতায় যে কোন ওয়েবমাস্টার (যিনি ওয়েবসাইট own করেন) নিজের ওয়েবসাইটে অ্যাডব্রাইটের নেটওয়ার্ক থেকে সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ প্রদানের মাধ্যমে টাকা আয় করতে পারেন। অ্যাডসেন্সের মতই অ্যাডব্রাইটও ইউ.এস ডলারে চেকের মাধ্যমে টাকা প্রদান করে থাকে। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য নিম্নরূপঃ

ইনলাইন অ্যাডসঃ

আপনার সাইটে ইনলাইন অ্যাডস নামক এই ফীচারটি সংযুক্ত করে আপনি পেতে পারেন আরো বেশি ইউনিক ক্লিক যা আপনার আয়ের পরিমাণকে আরো বেশি বাড়িয়ে দিবে। ইনলাইন অ্যাডস আপনার সাইটের পুরো কন্টেন্টব্যাপী বিজ্ঞাপণ প্রদর্শনের এক ভিন্ন ও আকর্ষণীয় উপায়। আপনার সাইটের টেক্সটের মধ্যে যে শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ অ্যাডব্রাইট নেটওয়ার্কে আছে, সেই শব্দটি আন্ডারলাইন হয়ে যাবে এবং ব্যবহারকারী যখন ঐ শব্দের উপর কার্সর রাখবেন তখন হোভার বাটনের মত ঐ বিষয়ক বিজ্ঞাপণটি প্রদর্শিত হবে। যদি ইউজার ক্লিক করেন, তাহলে তিনি ঐ বিজ্ঞাপণ সংশ্লিষ্ট পৃষ্ঠায় চলে যাবেন। ইনলাইন অ্যাডস থেকে আপনি কস্ট-পার-ক্লিক বা প্রতি ক্লিকের বিনিময়েই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। ইনলাইন অ্যাডস একটিভেট করতে আপনার পেজের যেকোন একটি ইউনিট সিলেকশনের সময় ইনলাইন অ্যাডস ফীচারটি চেক্ড্ রাখুন (বাই ডিফল্ট এটি চেক্ড্-ই থাকে)। ইনলাইন অ্যাডস আপনার সাইটে কিছুটা দৃষ্টিকটু করে ফেলতে পারে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে ভেবে নিন।

ফুল পেজ অ্যাডসঃ

ফুল পেজ অ্যাডস হচ্ছে অ্যাডব্রাইটের সবচেয়ে আকর্ষণীয় একটি বিজ্ঞাপণ পন্থা! এটি আপনার পেজে অ্যাক্টিভেট করলে প্রত্যেকটি বা বেশকিছু ব্যবহারকারী যখন আপনার পেজ ভিজিট করবেন, তখন শুরুর দিকে অথবা হঠাৎ আপনার সমগ্র পেজব্যাপী একটি বিজ্ঞাপণ প্রদর্শিত হবে এভাবে "Your page Title" is brought to you today by "Advertiser's name" । তখন ঐ বিজ্ঞাপণ প্রদানকারী প্রতিষ্ঠানের বৈশিষ্টসমূহ সবই ঐ এক পৃষ্ঠায় বর্ণিত থাকবে। ব্যবহারকারী যদি আগ্রহী হয় এবং ঐ সাইটটি ব্যবহার করে, তাহলেই আপনার লাভ। আপনি আপনার পেজে এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন কারণ এটি আপনার সাইটকে দৃষ্টিকটু করে না। আর হ্যাঁ, ফুল পেজ অ্যাডেস ক্ষেত্রে উপরেই স্কিপ দিস অ্যাড নামক একটি বাটন থাকে যেখানে ক্লিক করে ব্যবহারকারী পুনরায় আপনার সাইটের কন্টেন্ট দেখতে পাবেন।

যেভাবে অ্যাডব্রাইটের সদস্য হবেন ও অ্যাডব্রাইট ব্যবহার করবেনঃ

অ্যাডব্রাইটের সদস্য হওয়া বা সাইটে ব্যবহার করা একেবারেই সহজ একটি প্রক্রিয়া। যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করেছেন, তাদের নতুন করে কিছুই শিখবার নেই। তারপরও আসুন পুরো প্রক্রিয়াটি একবার দেখে নেয়া যাক।
প্রথমে http://www.adbrite.com থেকে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করতে সাইন আপ বাটন ব্যবহার করুন। ফরমটি সঠিকভাবে আপনি যেখানে থাকেন অর্থাৎ আপনার বাসার ঠিকানা দিয়ে পূরণ করুন। ইউজার নেম ও পাসওয়ার্ড মনে রাখুন। ভ্যালিড ই-মেইল অ্যাড্রেস প্রদান করুন। Make checks payable to এর ঘরে যার নামে চেক পেতে চান তার নাম সতর্কতার সাথে লিখুন। ফরম পূরণ হয়ে গেলে সাবমিট প্রেস করুন।
রেজিষ্ট্রেশন হয়ে যাবার পর যে কোন সময় অ্যাডব্রাইটের সাইটে সাইন ইন করতে পারেন। সাইন ইন করার পর উপরের লিংক বার থেকে ফর পাবলিশার্স বাটনটি প্রেস করুন। মনে রাখবেন, অ্যাডব্রাইটে রেজিস্ট্রেশন করবার পর আপনি অ্যাডব্রাইটের একজন পাবলিশার বা প্রকাশক হিসেবে গণ্য হবেন।

অ্যাডব্রাইট ব্যবহার করাঃ

ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট নিউ জোন এ ক্লিক করুন। প্রথমে আপনাকে অ্যাড প্রেফারেন্স পেজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনার পছন্দমত অপশন বাছাই অথবা বাতিল করুন। এরপর নিচের লাল বাটনটি প্রেস করুন। এ পর্যায়ে আপনার কাছে আপনার সাইটের ঠিকানা, কী ধরণের সাইট অর্থাৎ, সাইটের ক্যাটাগরি ইত্যাদি তথ্য জানতে চাওয়া হবে। সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন। তারপর আপনার অ্যাড জোন বা অ্যাড ইউনিট (গুগল অ্যাডসেন্সের ভাষায়) সংক্রান্ত প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। যেমন, কী সাইজের অ্যাড জোন ব্যবহার করবেন, রং কী ধরণের হবে, সাইটের কোথায় বিজ্ঞাপণটি প্রদর্শন করবেন ইত্যাদি। সবশেষে সাবমিট প্রেস করলে পেয়ে যাবেন আপনার জাভাস্ক্রিপ্ট কোডটি। আপনার সাইটের যেখানে আপনি বিজ্ঞাপণ প্রদর্শন করতে চান, সেখানে কোডটি পেস্ট করুন। পেস্ট করার পর বিজ্ঞাপণ প্রদর্শনের জন্য অ্যাডব্রাইট সর্বোচ্চ তিন ঘন্টা নিতে পারে। তিন ঘন্টা পর আপনার সাইটের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ দেখতে পাবেন আপনার সাইটে।
তবে প্রথমদিকে খুব একটা মিল নাও থাকতে পারে, কারণ অ্যাডব্রাইট একটি নতুন বিজ্ঞাপণদাতা প্রতিষ্ঠান। তাদের নেটওয়ার্কে আপনার সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ নাও থাকতে পারে। তবে নিশ্চিন্তে ব্যবহার করুন অ্যাডব্রাইটের সেবা। কারণ যেভাবে অ্যাডব্রাইটের শাখা বিস্তার হচ্ছে, খুব অল্পদিনেই এটি অ্যাডসেন্সকেও ছাড়িয়ে যেতে পারে। অ্যাডব্রাইট ব্যবহার হচ্ছে ইয়াহু!, ইবেয়, ডিগ, ওমেন্স ডে এর মত বিখ্যাত সব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। নিউ ইয়র্ক টাইমসের মত পত্রিকাতেও অ্যাডব্রাইট ব্যবহার করার পরামর্শ দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনেক আগেই।

লক্ষ্যণীয় বিষয়ঃ

গুগল অ্যাডসেন্সের মত অ্যাডব্রাইটেরও রয়েছে ক্লিক ফ্রড ধরবার জন্য আলাদা ডিপার্টমেন্ট। তাই নিজের সাইটের বিজ্ঞাপণে নিজেই ক্লিক করবেন না, বা অপরকে ক্লিক করতে উৎসাহিত করবেন না। একই সাইটে খুব বেশি বিজ্ঞাপণ প্রদর্শন করবেন না। এতে আপনার সাইট দৃষ্টিকটু হয়ে যেতে পারে। একটি ওয়েবসাইট দেখতে দৃষ্টিকটু হলে এর ব্যবহারকারীগণ দ্বিতীয়বার ঐ সাইটে আসতে উৎসাহিত বোধ নাও করতে পারেন। মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে আয় হবে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের ভিজিটরদের দ্বারাই। তাই আপনার ওয়েবসাইট যেন ইউজারফ্রেন্ডলী হয়, এবং আকর্ষণীয়, দৃষ্টিনন্দন হয়, এজন্য আপনার সর্বক্ষণ প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে।
তো আর দেরী কেন? আপনার সাইটে অ্যাডব্রাইট বসিয়ে আজই আয় করা শুরু করুন একসাথে গুগল অ্যাডসেন্স ও অ্যাডব্রাইটের মাধ্যমে।

ইসলাম,নামাজ ও তাসাউফ শিক্ষার একটি ওয়েব সাইট বাহির হইছে। এখান থেকে ইসলামের ইতিহাস, পুরুষ ও মহিলাদের সঠিক ভাবে নামাজ আদায়ের চিত্র সহকারে বর্ননা । প্রয়োজনীয় সূরা এবং দোয়া, দান, যাকাত, হজ্ব, রোযা পালন এই সব কিছু বর্ননা নিয়ে এই সাইট।

http://www.intsbanglabook.com/
পড়ে দেখতে পারেন ভাল লাগবে আশা করি।

আমার  এই টিউনটি ইসলামিক বিষয়ক । logo2009.jpg
এই ওয়েব সাইটে যা পাবেন
nasheed         nasheed            quran     music
naseed        lectures           quran        music


 listen to quran  
listen quran
read the quran
read quran
download বিভাগে পাবেন  islamic sreeen
sever- software- picture- font  আরো অনেক কিছু  ,
link   http://www.jannah.com/
সুষ্ঠ ও সুণ্দর সমাজ এবং অশ্লীল বিহীন জীবনই আমাদের একান্ত কাম্য। জীবনকে চালাতে গেলে বিনোদন বিষয়টা সামনে আসবেই। তাই বলে বিনোদনের নামে আমরা যাকিছু তাই করতে পারিনা, বিনোদনটা সুন্দর হওয়া
অবশ্যই  বাঞ্চনীয়। তবে বিনোদনটা যারযার পার্সোনাল ব্যাপার ।আমি শুধু সত্যটাই বললাম। বাকীটা আপনাদের চিন্তা ।

একটি দারুন ইসলামিক ওয়েব সাইট


য়েব অথবা গ্রাফিক্স ডিজানের জন্য বিভিন্ন ধরনের আইকন ও বাটনের প্রয়োজন হয়। একই ধরনের আইকন দেখতে দেখতে আমরা অনেকেই বিরক্ত। ভিন্ন ধরনের আইকন ও বাটন ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও এগুলো কাজে লাগে। দারুন সব ফ্রী আইকন ও বাটন ডাউনলোড করতে পারেন IconFinder থেকে। এখানে গতানুগতিক সাধারন আইকন গুলোর পাশাপাশি ভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন ও বাটন পাবেন।
icon finder
প্রায় ১,১০,০০০ এর বেশি আইকন থেকে ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করে অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের আইকন। এটি মূলত একটি আইকন সার্চ ইঞ্জিন। সাইটে প্রবেশ করলে একটি সার্চবক্স দেখতে পাবেন। সেখানে একটি সার্চ টার্ম লিখে এন্টার চাপুন। এরপর আপনি নিচের মত একটি চিত্র দেখতে পাবেন। এখানে আমি twitter লিখে সার্চ করেছি।
এরপর এখান থেকে আপনার পছন্দের আইকন এ ক্লিক করলে ডাউনলোডের জন্য দুটি ফরমেট(.png .ico) এবং বিভিন্ন সাইজ(128, 48,16) দেখতে পাবেন। এছাড়াও একই রকম আরো কিছু আইকন দেখা যাবে নিচে।
এছাড়াও ব্রাউজ করে বিভিন্ন সেট থেকে আইকন খুঁজে নিতে পারবেন। ব্রাউজ বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মত দেখা যাবে। এখান থেকে যে কোন সেট এ ক্লিক করলে এর মধ্যকার আইকন সমূহ দেখা যাবে।
তাহলে আর দেরি কেন ? এখনি ডাউনলোড করুন ফাটাফাটি সব আইকন এবং বাটন IconFinder থেকে।
পূর্ব প্রকাশিত
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বাংলা

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ'র রহমতে সবাই ভালো আছেন। এখন আসি কাজের কথায়। আজ আমি আপনাদের একটি দারুন সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। সাইট টি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ইসলামীক ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন।
নিচের ঠিকানায় চলে যান
http://islamicstyle.al-habib.info/
সেই সাথে হাদিস শেখার যে সাইট সেটি ফেসবুকের একটি পেজ, ওটাতে লাইক করলেই পাবেন প্রতিদিন হাদিস আপনার প্রোফাইল পেজে।
আপনার ফেসবুক লগ ইন করে SAHIH HADITH PROTIDIN লিখে সার্চ দিন। যে পেজটি আসবে সেটি লাইক করুন।
সবাই কে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই ?নিশ্চই ভাল আছেন। আমিও ভালই আছি। আসল কথায় আসা যাক।
আপনার কোনো ফ্রেন্ড বা আত্নীয় স্বজন মারা গেলে তার যদি ফেফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তা বন্ধ করে দিতে পারেন। মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এই http://www.facebook.com/help/contact.php?show_form=deceased
ঠিকানায় যান । সেখানে একটি ফরম আছে, সেটি পৃরণ করে পাঠান । তাহলে ফেসবুক কতৃপক্ষ যাচাই করার পর ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে । তবে সাবাধান ভালো মানুষকে মানে জীবিত ব্যক্তিকে মেরে ফেলেন না। তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে।
ভালো থাবেন সবাই।

ফেসবুক এখন পৃথিবীর টক অফ দা টাইম, কারনে অকারনে মানুষ এখন সারাদিন ফেসবুকের সাথে থাকতে ভালবাসে । এই ফেসবুকই আবার হয়ে উঠে বিড়ম্বনর কারন । যদি আপনার তেমনি হয়ে থাকে তাহলে জেনে নিন কিভাবে বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট ।

Deactivate করুন Facebook একাউন্ট

একাউন্ট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে আগে Deactivate করে নিন আপনার Facebook একাউন্টটি ।
১. প্রথমে ফেসবুকে লগইন করে Settings > Account Settings > Deactivate Account তে যান । অথবা এই লিংকে যান ।
২. এবার আপনাকে একটি ফরম দ্বারা জিজ্ঞাস করা হবে কেন আপনি একাউন্ট ডিএ্যাকটিভেট করতে চান । ফরমটি পূরন করে Deactivate My account চাপুন ।
এবার আপনার একাউন্টটি Deactivate হয়ে যাবে । তবে এরপরও হয়ত আপনি ট্যাগ , ইনভাইটেশন ইত্যাদি পেতে থাকবেন । এগুলো থেকে মুক্ত হতে একেবারে ডিলেট করে দিন আপনার এ্যাকাউন্টটি ।

Delete করুন Facebook একাউন্ট

এবার ফেসবুকে লগইন করা অবস্থায় এই লিংকটিতে যান । এবং এবার একটি নোটিশ পাবেন যে , আপনার এ্যাকাউন্টটি ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । রাজি থাকলে Submit বাটানটি চেপে চিরদিনের জন্য ডিলেট করে দিন আপনার ফেসবুক একাউন্ট ।
সতর্কতা: আপনার এ্যাকাউন্টটি ডিএ্যাকটিভেট বা ডিলেট করে দিলে আপনার ছবি , মেসেজ সহ সকল ডাটা মুছে যাবে যা আপনি আর কখনওই ফিরৎ পাবেননা । তাই এগুলো ফলো করার আগে নিজে নিশ্চিত হয়ে নিন যে ভবিষ্যতে এগুলোর দরকর হবে না ।
মূল টিউটোরিয়াল: HowGeek এর

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আমি আপনাদের যা দেখাব তা হল আপনি কিভাবে আপনার ছবি দিয়ে তৈরি হউয়া একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য রিপোর্ট করবেন। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমে তৈরি হওয়া ফেক অ্যাকাউন্ট এর টাইমলাইন এ গিয়ে কভার ফটোর ডান পাশে নিচের আইকন এ ক্লিক করুন
এবং Report/Block অপশন সিলেক্ট করুন। এখন ওপেন হাওয়া "Report and/or blockthis person" পেজ থেকে
"This timeline is pretending to be someone or is fake"
অপশন টি সিলেক্ট করে "Pretending to be me" অপশন এ OK করুন।
এখন নতুন ওপেন হওয়া পেজ এ ৩০০ অক্ষর এর ভিতর আপনার কিছু তথ্য দিয়ে নিচে
confirm that this report is correct" অপশন এ OK করে Confirmকরুন।
আপনার কাজ শেস
এখন ফেক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু হবে
ধন্যবাদ

Popular Posts