background img

The New Stuff

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আমি আপনাদের যা দেখাব তা হল আপনি কিভাবে আপনার ছবি দিয়ে তৈরি হউয়া একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য রিপোর্ট করবেন। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমে তৈরি হওয়া ফেক অ্যাকাউন্ট এর টাইমলাইন এ গিয়ে কভার ফটোর ডান পাশে নিচের আইকন এ ক্লিক করুন
এবং Report/Block অপশন সিলেক্ট করুন। এখন ওপেন হাওয়া "Report and/or blockthis person" পেজ থেকে
"This timeline is pretending to be someone or is fake"
অপশন টি সিলেক্ট করে "Pretending to be me" অপশন এ OK করুন।
এখন নতুন ওপেন হওয়া পেজ এ ৩০০ অক্ষর এর ভিতর আপনার কিছু তথ্য দিয়ে নিচে
confirm that this report is correct" অপশন এ OK করে Confirmকরুন।
আপনার কাজ শেস
এখন ফেক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু হবে
ধন্যবাদ

আপনি হয়ত অনেক জায়গায় অনেক কম্পিউটার হতে আপনার ফেসবুকে লগ ইন করেছেন,হয়ত ভুলে ভুলে লগ আউট না করেও বেরিয়ে আসতে পারেন,হয়ত বিদ্যুৎ চলে গিয়েছিল।এমন ও তো হয় যে আমাদের ফেসবুকে লগ ইন করা মোবাইল হারিয়ে গেছে।সুতরাং আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখন অনিরাপদ ।
আপনি আপনার অনাকাংকিত ফেসবুক থেকে লগ আউট করতে  account setting>security>active sessions    এ গিয়ে অনেক ডিভাইস হতে লগ ইন করা আছে দেখতে পারবেন,যেগুলো হতে লগ আউট করতে চান সেগুলতে  end activity ক্লিক  করুন।


এটা আমার প্রথম টিউন । আমার পরিক্ষা শেষ হলে আমি নিয়মিত লিখব ইনশাআল্লাহ । জানি না আপনাদের কেমন লাগবে । তবে ভাল লাগলে আমার পরিস্রম সারথক হবে।
আমরা সকলেই ফেসবুক থেকে ছবি সেভ করি। একটা একটা করে ছবি সেভ না করে যদি আপনি একবারে পুর আল্বাম একবারে সেভ করতে পারেন তাহলে কেমন হয় । হা আপনি এই কাজটা firefox এর একটা addons ব্যব্যহার করে করতে পারেন। এই addons টা আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442/developers/roadblock
1
Install করা হলে । তারপর আপনি যে Album Download করতে চান তার উপরে Right button Click ক্লিক করুন। তারপর Download Album with facePAD এ Click করুন
4
তারপর picture মত Maximize এ click করেন
5
6
এখন দেখুন Dasktop এ Album টির ছবি গুলো পাবেন ।
lutfar
আপনারা ভাল থাকবেন এই কামনাই আমি টিউনটি শেষ করছি। ভাল লাগ্লে জানাবেন । আল্লাহ-হাফেয।
অনেক সময় আমরা আমাদের গ্রুপ খুজে পাই পাই না । মৌসুম রেজা ভাই এর উত্তর দিতে গিয়ে আমি এটি সংযক করলাম । ভাই আপনি আপনার গ্রুপ খুজে পেতে প্রথমে চিত্রের মত করে Application থেকে group এ ক্লিক করুন ।
untitled

তাহলে আপনি আপনার এবং আপনার বন্ধুদের তইরি করা গ্রুপ পেয়ে জাবেন । ধন্যবাদ ।

uu.jpg
অনলাইনে html code ব্যবহার করে সরাসরি রেজাল্ট দেখা যায় এমন সাইট হয়তো অনেকেরই জানা নেই । html -এর অনলাইলনে এমনি একটি স্কুল রয়েছে, যেখানে আপনি সরাসরি html code টাইপ করে অথবা কপি পেষ্ট করে কোডের রেজাল্ট দেখতে পারেন । html সম্পর্কে যারা একেবারে নুতন তারও এখানে প্রেকটিজ করতে পারেন । এই লিংকটিতে ক্লিক করলে দুটো ঘর দেথা যাবে । বামপাশের ঘরে html code টাইপ অথবা কপি পেষ্ট করে edit and click me>> বাটনে ক্লিক করুন । ডানপাশের ঘরে কোডের রেজাল্টটি দেখা যাবে । http://www.w3schools.com এটি হচ্ছে মূল সাইট । এখানে html code সম্পর্কে রয়েছে বিস্তারিত আলোচনা ।

অনলাইন HTML SCHOOL


উইন্ডোস ২০০০, ২০০৩ ও এক্সপি ( ভিস্তা ছাড়া ) অপারেটিং সিস্টেমে ফায়ারফক্স ১.৫ ও ২.০ তে complex language scripts ইন্সটল করা ছাড়া ঠিক মত ইউনিকোড বাংলা পড়া যায় না।
firefox3beta-1.png
এবং কোন ইনপুটিং সফটওয়্যার বা অনলাইন ইউনিকোড লেখন পদ্ধতি ব্যবহার করে বাংলা ঠিক মত লেখাও যায় না। উভয়ক্ষেত্রে একই সমস্যা। যুক্তাক্ষর গুলো যুক্ত হয় না এবং কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণের আগে পরে চলে যায়।
firefox3beta-2.png
তাছাড়া ফায়ারফক্সে ১.৫ ও ২-তে বাংলা সংক্রান্ত আরও একটি সমস্যা হচ্ছে বাংলা লেখা justify করলে অথবা CSS এর letter-spacing property apply করলে যুক্তাক্ষর গুলো ভেঙ্গে যায় কার গুলো ( া ি ী ইত্যাদি ) বর্ণ থেকে আলাদা হয়ে পড়ে।
firefox3beta-5.png
web developer toolbox ব্যবহার করে text justify করার পর ফায়ারফক্স ২ এ
firefox3beta-4.png
web developer toolbox ব্যবহার করে letter-spacing: 2px দেওয়ার পর ফায়ারফক্স ২ এ
ফায়ারফাক্স -৩ এ এই সব গুলো সমস্যার সমাধান করা হয়েছে সেই সাথে দেওয়া হয়েছে বাংলার জন্য পরিপূর্ণ সার্পোট। অর্থাৎ উইন্ডোসে complex language script ইন্সটল করা না থাকলেও ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট বা লেখা অনায়াসে পড়া যাবে। আর সবচেয়ে দারুন ব্যাপার হচ্ছে ফায়ারফক্স -৩ এ রয়েছে বাংলা URL Encoding। এই প্রথম কোন ব্রাউজারে বাংলা URL Encoding যুক্ত হল। এর ফলে URL -এ কোন বাংলা শব্দ থাকলে তা ভেঙ্গে আর হিজিবিজি হয়ে যাবে না। http://techtunes.com.bd/category/প্রতিবেদন এটি অন্য যে কোন ব্রাউজারের এড্রেসবারে টাইপ করলে ‘প্রতিবেদন’ শব্দটি ভেঙ্গে URL Encoded হয়ে হিজিবিজি
%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8
দেখাবে। আর ফায়ায়ফক্স -৩ তে বাংলা যা যেরকম টাইপ করেছেন তেমনই থাকবে।
firefox3beta-8.png
ফায়ারফক্স ২তে
firefox3beta-6.png
ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এ
firefox3beta-7.png
ফায়ারফক্স ৩ বেটা ৫ এ
পরীক্ষা করতে চাইলে এখনই ফায়ারফক্সের বেটা ভার্সন নামিয়ে নিতে পারেন।
যদিও ফায়ারফক্স-৩ এখন তার বেটা কাল পার করছে, এর পূর্ণ সংস্করণ বাংলার জন্য আশীর্বাদ হয়েই আসবে। মনে হয় এভাবেই একদিন বাংলার সুদিন এসে যাবে। আর কে জানে একদিন হয়ত এ বাংলায় লেখতে পারব http://টেকটিউনস.কম.বিডি
পরিশেষে যেসব বাঙ্গালি ছেলে গুলো বাংলার জন্য এভাবে কাজ করে যাচ্ছে তাদের সালাম।
আপনিও কী আমার মত বাংলা কম্পিউটিং এর স্বপ্ন দেখেন? মন্তব্যে অংশ নিন।


ফায়ারফক্স এখন বাংলাতে


Popular Posts