background img

The New Stuff

Facebook Timeline এর জন্য Cover Photo ডাউনলোডের ১০ টি ওয়েবসাইট

এবারের বিষয় ফেসবুক টাইমলাইন এর কভার ফটো।
আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। আর বর্তমানে সবার ফেসবুক অ্যাকাউন্টেই টাইমলাইন বাধ্যতামূলক করা হয়েছে। টাইমলাইনের সবার উপরে যে ছবিটা থাকে, তার নাম Cover Photo. এই কভার ফটো একজন মানুষের রুচি ও ব্যক্তিত্ব প্রকাশ করে। তাই আপনার জন্য দরকার একটা সুন্দর ও মানানসই কভার ফটো।
নিচে আমি কভার ফটো ডাউনলোড করার ১০ টি ওয়েবসাইটের ঠিকানা দিলাম। এসব ওয়েবসাইট খুবই জনপ্রিয়। কারণ, এগুলোতে প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীরা খুঁজে বেড়ায় তাদের কাঙ্ক্ষিত কভার ফটো। বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার কভার ফটো আছে এসব ওয়েবসাইটে, যা প্রতিদিনই নতুন করে আপডেট করা হচ্ছে। এসব কভার ফটো আপনি আপনার টাইমলাইনে, গ্রুপে বা পেইজে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন দেখে নিই, কি অপেক্ষা করছে এসব ওয়েবসাইটেঃ
১। FIRST COVERS
২। MY COVER POINT
৩। 99 COVERS
৪। TRENDY COVERS
৫। COVER MY FB
৬। COVER JUNCTION
৭। PROFILE GEN
৮। GET COVERS
৯। COVER PHOTOZ
১০। HER COVERS

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Welcome!

Popular Posts